জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে পুরুলিয়ার জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 1:08 PM IST

Updated : May 19, 2024, 1:46 PM IST

PM Narendra Modi Live from Purulia: ভোটপ্রচারে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরুলিয়ায় দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে জনসভা করছেন তিনি ৷ এই সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো শহরকে ৷ সাজিয়ে তোলা হয়েছে গেঙ্গাড়ার মাঠ ৷ চলতি নির্বাচনের প্রত্যেক দফার আগে অন্তত একবার করে বঙ্গের বিভিন্ন কেন্দ্র ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আগামী 25 মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে পুরুলিয়ায় ৷ সেই ভোটের আগে পুরুলিয়ায় জনসভা করছেন তিনি ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতোকে 6 লক্ষ 68 হাজার 107 ভোটে হারান বিজেপির জ্যোতির্ময় ৷ এবারও তাঁর উপরেই আস্থা রেখেছে দল ৷ তাঁর বিপক্ষে শান্তিরাম মাহাতোকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ৷ অন্যদিকে কংগ্রেসের নেপাল মাহাতোকে প্রার্থী করেছে বাম-কংগ্রেস জোট ৷ এই আবহে পুরুলিয়াবাসী এবং দলীয় কর্মী-সমর্থকদের কী বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর সকলের ৷     
Last Updated : May 19, 2024, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.