তাপস রায়ের সমর্থনে আজ মহানগরীতে রোড শো মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-05-2024/640-480-21579432-thumbnail-16x9-modi-aspera.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : May 28, 2024, 5:56 PM IST
|Updated : May 28, 2024, 7:06 PM IST
PM Modi's road show in Kolkata: শেষ দফায় ভোট মহানগরীতে ৷ কলকাতার মানুষের ভোট টানতে এ বার শহরে রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে আজ তাঁর রোড শো । সন্ধে 6টা নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হবে তাঁর রোড শো ৷ তার আগে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন তিনি ৷ তাঁর রোড শো বিধান সরণি হয়ে যাবে সিমলা স্ট্রিটে, স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত । আজ সন্ধেয় শোভাবাজার পৌঁছে সারদা দেবীর বাড়িতে তাঁর ছবিতে মাল্যদান করবেন প্রধানমন্ত্রী ৷ এরপর শুরু হবে তাঁর রোড শো ৷ একটি বুলেটপ্রুফ গাড়িতে চড়ে রাস্তা দিয়ে তিনি যাবেন । প্রধানমন্ত্রীর রোড শোয়ের জন্য প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরের ৷ রোড শো যে পথ ধরে যাওয়ার কথা তার আশপাশ ঢেকেছে গেরুয়া পতাকায় ৷ সবদিক খতিয়ে দেখে নিচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা ৷ উল্লেখ্য, সোমবার সন্ধেয় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শহরে রোড শো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিরাটির বণিক মোড় থেকে শুরু করে রোড শো যায় বিমানবন্দরের দু'নম্বর গেট পর্যন্ত ৷