তৃমমূল গরিব বিরোধী বলে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত বাংলা, দাবি মোদির; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 7, 2024, 2:57 PM IST
|Updated : Apr 7, 2024, 3:33 PM IST
PM Modi LIVE: ধূপগুড়ির ময়নাতলিতে নির্বাচনী সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুল এলাকায় সভাস্থলে বক্তব্য রাখছেন তিনি । 31 নং জাতীয় সড়ক পার্শ্ববর্তী ময়নাতলি লাল স্কুল এলাকায় সভাস্থলের রাস্তার অপর প্রান্তেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড ৷ সকালে একবার প্রধানমন্ত্রীর কনভয়ের মহড়াও হয়েছে । এই সভায় প্রায় দেড় থেকে দুই লক্ষ মানুষের ভিড় হবে বলে আশা স্থানীয় বিজেপি নেতৃত্বের ৷ 2018 সালে ময়নাগুড়ি ও ধূপগুড়ির মাঝে জাতীয় সড়কের ধারেই প্রধানমন্ত্রী সভা করেছিলেন । এবার ময়নাগুড়ির সভাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে জাতীয় সড়কের পাশে ধূপগুড়িতে সভা করছেন প্রধানমন্ত্রী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এক কথায় বলা যেতে পারে, জলপাইগুড়ি লোকসভা আসনে এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ তৃণমূল ও বিজেপি ।
Last Updated : Apr 7, 2024, 3:33 PM IST