সোমে 'সুপ্রিম' শুনানি, রবিতে ফের 'রাত দখল'-এ বুনিয়াদপুরের সাধারণ মানুষ - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 1:23 PM IST

আরজি করের ঘটনার প্রতিবাদে ফের একবার রাস্তায় নামলেন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের বাসিন্দারা ৷ নির্যাতিতা তরুণী চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে এর আগে ছয়বার রাত দখল কর্মসূচির পালন করেছেন তাঁরা ৷ কিন্তু এক মাস কেটে গেলেও এখনও বিচার পাননি নির্যাতিতা ৷ তাই রবিবার রাত 10টার সময় বুনিয়াদপুর বাস স্ট্যান্ড এলাকায় ফের জমায়েত করেন সাধারণ মানুষ ৷ 

এদিনের অনুষ্ঠানে বড়দের সঙ্গে উপস্থিত ছিল স্কুল-কলেজের পড়ুয়ারা ৷ উপস্থিত ছিল ছোট ছোট শিশুরাও ৷ দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে মা কালীর পুজো করে শিশুরা ৷ এছাড়া, বড়দের একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাত দখল কর্মসূচি পালন করেন বংশীহারী থানা এলাকার মানুষগুলো ৷ কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ কর্মীদের ৷ এলাকাবাসী দেবস্মিতা সিংহ নন্দী বলেন, "এই এলাকায় সপ্তম বার 'জাস্টিস ফর আরজি কর'-এর অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি । বিভিন্ন নৃত্যের মাধ্যমে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দোষীদের শাস্তির কথা তুলে ধরে ৷ আরজি কর ঘটনায় প্রশাসন প্রথম থেকেই সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ৷ আমরা চাই দোষীদের কঠোরতম শাস্তি হোক ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.