ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মোহন চরণ মাঝি, দেখুন সরাসরি - MOHAN MAJHI SWEARING IN - MOHAN MAJHI SWEARING IN
🎬 Watch Now: Feature Video
Published : Jun 12, 2024, 4:31 PM IST
|Updated : Jun 12, 2024, 5:45 PM IST
Mohan Charan Majhi Oath Taking Ceremony Live: ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে শপথগ্রহণ করছেন মোহন চরণ মাঝি ৷ একইসঙ্গে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল পূর্ব ভারতের রাজ্য়টি ৷ এবারের লোকসভা নির্বাচনে জিতে বিজু জনতা দলের (বিজেডি) দীর্ঘ 24 বছরের শাসন ক্ষমতা খর্ব করেছে বিজেপি ৷ তারপর থেকেই এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া গেরুয়া শিবিরের তরফে, তা নিয়ে শুরু হয় বিস্তর জল্পনা ৷ অবশেষে ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা হিসেবে বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ সেইসঙ্গে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবেও ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ মোহন মাঝির পাশাপাশি দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন তিনি ৷ বুধবার মোহন মাঝির পাশাপাশি শপথগ্রহণ দুই উপমুখ্যমন্ত্রীরও ৷
Last Updated : Jun 12, 2024, 5:45 PM IST