ভোট ব্যাঙ্কের রাজনীতি চলবে না এবার সংখ্যালঘুরাও বিজেপিকে ভোট দেবেন, আক্রমণ মোদির; দেখুন সরাসরি - Modi in West Bengal
🎬 Watch Now: Feature Video
Published : Mar 1, 2024, 2:54 PM IST
|Updated : Mar 1, 2024, 4:18 PM IST
আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রথমবার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হুগলির আরামবাগের কালীপুর স্পোর্টিং কমপ্লেক্স মাঠে সভা করছেন তিনি ৷ 2014 সাল পর্যন্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদের সংখ্যা দুইয়ের বেশি কখনও হয়নি ৷ 2019 সালে সেই সংখ্য়া একলাফে বেড়ে হয় 18 ৷ ফলে আসন্ন লোকসভা ভোটে বঙ্গকে পাখির চোখ করছে গেরুয়া ব্রিগেড ৷ সকাল থেকেই তাই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছিলেন বিজেপির কর্মী, সমর্থক-সহ সাধারণ মানুষ ৷ এখনও বাস, গাড়ি-সহ বিভিন্ন যানবাহনে বিজেপি কর্মী-সমর্থকরা মোদীর সভায় যোগ দিতে আসছেন । নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে আরামবাগ । সভায় প্রবেশ করার জন্য সাধারণ সমর্থক, আধিকারিক ও ভিআইপিদের জন্য আলাদা আলাদা প্রবেশ পথ তৈরি করা হয়েছে । এই সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই চোখ সকলের ৷ সরাসরি দেখুন ইটিভি ভারতে...
Last Updated : Mar 1, 2024, 4:18 PM IST