রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির মুকেশ ও নীতা অম্বানি - মুকেশ অম্বানি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 2:23 PM IST

Mukesh Ambani: রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অযোধ্যায় সপরিবারে উপস্থিত হয়েছিলেন ভারতের বিজনেস টাইকুন মুকেশ অম্বানি ৷ উপস্থিত ছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানিও, রিয়াসেন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ অম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা মেহেতাও ৷ 

রাম মন্দির উদ্বোধন জ্বরে কাঁপছে দেশবাসী ৷ রাম মন্দিরের উদ্বোধন লক্ষ্যে ইতিমধ্যে অ্যান্টেলিয়া সাজিয়ে তুলেছিলেন আলোক মালায় ৷ বলা যায় ধনকুবেরের এই বাড়িতে নেমে এসেছে অকাল দীপাবলি ৷ দেখা গিয়েছে, গেরুয়া রঙের আলোয় সেজে উঠেছে অ্যান্টেলিয়া ৷ আলো দিয়ে লেখা হয়েছে 'জয় শ্রীরাম' ৷ বাড়ির সর্বত্র লেখা 'জয় শ্রী' ৷ 

এদিনের অনুষ্টানে যোগ দিতে এসেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ম্যানেজিং ডিরেক্টর ও কর্ণধার মুকেশ অম্বানি বলেন, "ভগবান রাম নিজভূমে এসে পৌঁছেছেন ৷ আগামী দিনে 22 জানুয়ারি  দেশে রাম দীপাবিল পালিত হবে ৷" পাশাপাশি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানি বলেন, "এটি একটি ঐতিহাসিক দিন ৷" আকাশ অম্বানিও উল্লেখ করেন আজকের দিনটি ইতিহাসের পাতায় লেখা থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.