আরজি করে নির্যাতিতার হত্যার প্রতিবাদে হুগলিতে এক হল ইস্টবেঙ্গল-মোহনবাগান - RG KAR PROTEST in HOOGHLY

🎬 Watch Now: Feature Video

thumbnail

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবার বাতিল হয়েছে ডার্বি ম্যাচ ৷ এর বিরুদ্ধে কলকাতার যুব ভারতীর সামনে বিক্ষোভ প্রদর্শন করে ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকরা ৷ ছিলেন মোহনবাগানের সমর্থকরাও ৷ কলকাতার পাশাপাশি হুগলিতেও প্রতিবাদে সামিল হলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা ৷ এদিন হুগলির শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির থেকে বটতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে করেন তাঁরা ৷ দুর্যোগ মাথায় করে দু’দলের সমর্থকরা সবুজ-মেরুন, লাল-হলুদ পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে জিটি রোড ধরে এগিয়ে যান । সকলের মুখ একটাই আওয়াজ তাঁরা আরজি করের নির্যাতিতার বিচার চান ৷ দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান ৷

চন্দননগর মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্য শুভ্রজিৎ চক্রবর্তী বলেন, "আমার এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে জানাতে চাই বঙ্গে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দার ৷ মূল দোষীদের সাজা দেওয়া হোক ৷" এদিনই আরজি কর কাণ্ডের প্রতিবাদে খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা 'গোলাপ সুন্দরী' দেবাশিস মুখোপাধ্যায় 300 আম গাছ এলাকার মানুষের হাতে তুলে দেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.