হাওড়ার বাঙালবাবুর ব্রিজের টঙে চড়ে বিপজ্জনকভাবে ঘোরাঘুরি ভবঘুরের! দেখুন ভিডিয়ো - Bangalbabu Bridge - BANGALBABU BRIDGE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 8:44 PM IST

ব্রিজে ভবঘুরের ভেলকি ! হাওড়া ব্রিজের পর এবার বাঙালবাবুর ব্রিজের মাথায় উঠে পড়লেন এক ব্যক্তি। বুধবার সকালে হাওড়ার বাঙালবাবু ব্রিজের মাথায় উঠে পড়েন এক ভবঘুরে । এদিন সকালে বেশ কয়েকজন পথচারী হঠাৎ লক্ষ্য করেন ব্রিজের উপরে উঠে পড়েছে এক ব্যক্তি ৷ বিপজ্জনকভাবে ঘোরাঘুরি করছেন। ব্রিজের নীচে দিয়ে গিয়েছে রেলের হাইটেনশন তার ৷ স্থানীয় বাসিন্দারা হাওড়া থানায় খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশ ও দমকল দমকল বিভাগের কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁকে নীচে নামাতে সক্ষম হন তাঁরা । দমকলের দু'জন আধিকারিক ব্রিজ থেকে নামিয়ে আনতে সক্ষম হন ওই ভবঘুরেকে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ৷ তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ দমকলের ওসি সোমনাথ প্রামাণিক জানান, সকলের নজর এড়িয়ে এদিন ব্রিজের মাথায় উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। ব্রিজের নীচে রেললাইন থাকায় বড়সড় দুর্ঘটনার ঝুঁকি ছিল । দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে ওই ব্যক্তিকে নীচে নামিয়ে আনেন। এর পর পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.