রায়পুরের জনসভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, দেখুন সরাসরি - Mamata Banerjee Live - MAMATA BANERJEE LIVE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 8, 2024, 12:44 PM IST
|Updated : Apr 8, 2024, 12:57 PM IST
রবিবার পুরুলিয়ার পর সোমে বাঁকুড়ায় জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 6 এপ্রিল অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিমানে নামার পর দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি তিনতারা হোটেলে রাত্রিবাস করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রবিবার তিনি সড়কপথে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে নির্বাচনী জনসভা সেরে ফের আবার মুখ্যমন্ত্রী দুর্গাপুরের সিটি সেন্টারে ফিরে আসেন। সোমবার মুখ্যমন্ত্রী দুর্গাপুরের গান্ধি মোড় থেকে হেলিকপ্টারে করে রওনা দেন বাঁকুড়ার রায়পুরের উদ্দেশ্যে। সেখানে বাঁকুড়া জেলার দু'টি লোকসভা কেন্দ্রে দুই তৃণমূল প্রার্থী বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মন্ডল এবং বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী সমর্থনে জনসভা রয়েছে তাঁর। সকাল থেকে মেঘলা আকাশ। আবহাওয়া প্রতিকূল। তার মধ্যেও হেলিকপ্টারের চড়ে রওনা দেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার জনসভায় তিনি কী বলেন, সেটাই দেখার ৷
Last Updated : Apr 8, 2024, 12:57 PM IST