ইডি-সিবিআইয়ের ভয়ে দল বদলেছেন তাপস, তোপ মমতার; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 23, 2024, 5:27 PM IST
|Updated : May 23, 2024, 6:17 PM IST
শেষ দফায় আগামী 1 জুন উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম-সহ রাজ্যের মোট 7 কেন্দ্রে ভোট ৷ তার আগে জোর কদমে চলছে প্রচার ৷ এই দফাতেই ভাগ্য নির্ধারণ তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ৷ উত্তর কলকাতা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন এই পাঁচবারের সাংসদ ৷ তাঁর সমর্থনে বুধবার সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর কলকাতার বৌবাজারের কাছে হচ্ছে এই জনসভা ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের চাঙ্গা করতেই সভা করছেন মমতা। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাছাড়া মাত্র কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তাপস রায়। সবদিক থেকেই এই আসন ধরে রাখা তৃণমলের কাছে তাৎপর্যপূর্ণ। এমনই পরিস্থিতিতে সুদীপের জয় সুনিশ্চিত করতে আসরে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : May 23, 2024, 6:17 PM IST