বসিরহাট তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা মুখ্যমন্ত্রীর, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 25, 2024, 4:07 PM IST
|Updated : May 25, 2024, 4:15 PM IST
সপ্তম তথা শেষ দফায় বসিরহাটে নির্বাচন 1 জুন ৷ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বসিরহাট কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এই কেন্দ্র তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ৷ তাঁর সমথর্নে শনিবার বসিরহাটের হাড়োয়ার সার্কাস ময়দানে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চলতি সপ্তাহের তিনদিন আগেই বসিরহাটের দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে জনসভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকে সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী । এমনকী এই সভা থেকে আশ্বাস দিয়েছিলেন হাজি নুরুল জয়ী হলে তাঁর প্রথম সফর হবে সন্দেশখালি। এক সপ্তাহের মধ্যে ফের একই প্রার্থীর সমর্থনে ৷ ষষ্ঠ দফা নির্বাচনে বসিরহাটের জনসভা থেকে মুখ্যমন্ত্রী কী বলেন, সেটাই দেখার ৷
Last Updated : May 25, 2024, 4:15 PM IST