মমতার নেতৃত্বে শুরু সংহতি যাত্রা, দেখুন সরাসরি... - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
Published : Jan 22, 2024, 3:56 PM IST
বাংলার সংস্কৃতির অর্থ সব ধর্মকে সঙ্গে নিয়ে চলা । সেই সর্বধর্মের মিলনস্থল বাংলার রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের দিন বাংলার সেই সাংস্কৃতিক ঐতিহ্যকেই আরও একবার তুলে ধরছেন মমতা ৷ তিনি আগেই জানিয়েছেন, এই সংহতি মিছিল কোনও কিছুর প্রতিবাদ বা বিরোধিতা নয় ৷ বাংলার শাশ্বত ঐতিহ্য তুলে ধরাই তাঁর লক্ষ্য ৷
আজ দুপুর আড়াইটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান ৷ সেখান থেকে যান হাজরা মোড়ে । সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের গুরুরা । তাঁদের সঙ্গে নিয়েই আজ রাজপথে সংহতি যাত্রায় যোগ দেবেন তিনি ৷ এই মিছিল শেষ হবে পার্ক সার্কাস ময়দানে ৷ সেখানেই একটি সভা করবেন তিনি ৷ সেখানে কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের ।