ইসকনের রথের দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা, দেখুন সরাসরি... - Mamata Banerjee in Rath Yatra - MAMATA BANERJEE IN RATH YATRA
🎬 Watch Now: Feature Video
Published : Jul 7, 2024, 2:16 PM IST
|Updated : Jul 7, 2024, 2:41 PM IST
Mamata Banerjee Live: আজ রথযাত্রা। সেই উপলক্ষে শহরজুড়ে আনন্দ উৎসব। কলকাতায় আজ বিশাল শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রার আয়োজন করেছে ইসকন। ইসকনের এই রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দু'টোয় তিনি রথযাত্রায় উপস্থিত হন। আরতি করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের দড়ি টানলেন মুখ্যমন্ত্রী। মিন্টো পার্কের হাঙ্গার ফোর্ড স্ট্রিট, 3সি অ্যালবার্ট রোড মন্দির থেকে রথ বেরবে। সেখান থেকে এজেসি বসু রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এসপি মুখোপাধ্যায় রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড, চৌরঙ্গী রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢুকবে রথ। আগামী 14 জুলাই পর্যন্ত রথ থাকবে পুণ্যার্থীদের দর্শনের জন্য। আগামী 15 জুলাই সোমবার উল্টোরথ । ইসকন থেকে রথযাত্রার লাইভ দেখুন সরাসরি ইটিভি ভারতে ৷
Last Updated : Jul 7, 2024, 2:41 PM IST