আউশগ্রামে অসিত মালের হয়ে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 24, 2024, 2:02 PM IST
|Updated : May 8, 2024, 11:13 AM IST
আউশগ্রাম হাইস্কুল মাঠের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়য় ৷ যেহেতু আউশগ্রাম বিধানসভা কেন্দ্রটি বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ তাই বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো ৷ এদিকে বোলপুর এখন অনুব্রতহীন ৷ 2022 সালের 11 অগস্ট বীরভূমের বাড়ি থেকে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল এখন তিহাড় জেলে বন্দি ৷ কেষ্টহীন বোলপুরে এই প্রথম লোকসভা নির্বাচন ৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মাল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ স্বাধীনতার পর দীর্ঘ সময় বোলপুর লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে ছিল ৷ এরপর 2014 সালে এখানে জয়ী হন তৃণমূল প্রার্থী অনুপম হাজরা ৷ 2019 সালেও এখানে জয়ী হন তৃণমূল প্রার্থী অসিত মাল ৷
Last Updated : May 8, 2024, 11:13 AM IST