নদিয়ার দুই লোকসভা কেন্দ্রে নির্বাচন, ডিসিআরসি কেন্দ্রে ভোটকর্মীদের তৎপরতা তুঙ্গে - Lok Sabha Elections 2024 - LOK SABHA ELECTIONS 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 7:39 PM IST

Bengal Vote: রাত পোহালেই হতে চলেছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন ৷ নদিয়ার দুই লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর এবং রানাঘাটেও হবে ভোট ৷ রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভোটকর্মীরা ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করেন ৷ পাশাপাশি প্রিসাইডিং অফিসারদের দেখা যায় নিজেদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করাতে। এই রেজিস্ট্রেশন মূলত করাতে হয় যাতে কর্মীরা যেখানে কাজ করছেন সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তড়িঘড়ি কমিশনকে জানাতে পারেন ৷ 

রানাঘাট এবং কৃষ্ণনগর দুই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে । কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। অন্যদিকে, বিজেপির হয়ে লড়ছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য অমৃতা রায় । সিপিএমের হয়ে ভোট দাঁড়িয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির নেতা এসএম শাদি। অন্যদিকে রানাঘাট কেন্দ্রে পুনরায় প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার। তাঁর বিরুদ্ধে লড়াই নেমেছেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বিধায়ক মুকুটমণি অধিকারী। সিপিএমের হয়ে লড়ছেন অলকেশ দাস। 

এবছর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 17 লক্ষ 54 হাজার 377 জন। পুরুষ ভোটারের সংখ্যা 9 লক্ষ 6 হাজার 125 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 8 লক্ষ 48 হাজার 226 জন ৷ রানাঘাট লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 18 লক্ষ 71 হাজার 910 জন। পুরুষ ভোটার রয়েছেন 9 লক্ষ 59 হাজার 364 জন ৷ মহিলা ভোটার রয়েছেন 9 লক্ষ 12 হাজার 486 জন।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.