আসানসোলে ভোটের প্রস্তুতি, মহিলা ভোটকর্মীদের উৎসাহ চরমে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-05-2024/640-480-21449713-thumbnail-16x9-aaa-new.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : May 12, 2024, 6:51 PM IST
Asansol Lok Sabha Constituency: রাত পোহালেই দেশে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। আসানসোল লোকসভা কেন্দ্রেও সোমবার নির্বাচন হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার জন্য তিনটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে। যেখান থেকে ভোট সামগ্রীর বিতরণ এবং ভোটের পর ভোট সামগ্রী পুনরায় গ্রহণ করা হবে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, ধাদকা পলিটেকনিক কলেজ এবং রানিগঞ্জের এসকেএস বিদ্যালয়ে-মোট এই 3টি ডিসিআরসি সেন্টার রয়েছে।
এই তিনটি ডিসিআরসি সেন্টার থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের মোট সাতটি বিধানসভার এলাকার জন্য ভোট সামগ্রী বিতরণ এবং গ্রহণের কাজ চলছে। এবারের ভোটে ডিসিআরসি কেন্দ্রে গিয়ে দেখা গেল মহিলা ভোট কর্মীদের চরম উৎসাহ। আসানসোলে মহিলা দ্বারা পরিচালিত বুথ ছাড়াও থাকছে মডেল বুথ এবং বিশেষভাবে সক্ষম ভোট কর্মীদের নিয়ে একটি ব্যতিক্রমী বুথ।
আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলি হল-পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানিগঞ্জ, বারাবনি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, এবং কুলটি। আসানসোল লোকসভা কেন্দ্রে মোট ভোটাররে সংখ্যা 17 লাখ 70 হাজার 281 জন। মহিলা ভোটার রয়েছেন 8 লাখ 66 হাজার 837 জন। পুরুষ ভোটার রয়েছেন 9 লাখ 3 হাজার 406। মোট বুথের সংখ্যা 1901টি। স্পর্শকাতর বুথ 319টি, মডেল বুথ 12টি। মহিলা পরিচালিত বুথের সংখ্যা 24টি। মোট ভোট কর্মী থাকছেন 7 হাজার 604। মোট কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে 88 কোম্পানি। মোট রাজ্য পুলিশ মোতায়েন থাকছে 5 হাজার 472 জন ৷