ভোট মিটল মালদায়, ডিসিআরসিতে ফিরলেন ভোটকর্মীরা - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
3rd Phase Bengal Vote: শেষ হয়েছে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ কেন্দ্র থেকে ডিসিআরসিতে ফেরেন ভোটকর্মীরা। নির্বাচন সামগ্রী জমা দিয়েই ধরেন বাড়ি ফেরার পথ ৷ মালদা কলেজের ডিসিআরসিতে প্রায় প্রত্যেক ভোটকর্মীই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। গাজোলের লক্ষ্মীপুর হাইস্কুলে 108 নম্বর বুথে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্বে থাকা সুশান্তকুমার মণ্ডল জানান, আমার বুথে খুব ভালো ভোট হয়েছে ৷ সম্পূর্ণ শান্তি বজায় ছিল। কেন্দ্রীয় বাহিনী সুন্দরভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে ৷ আমার বুথে প্রায় 78 শতাংশ ভোট পড়েছে ৷ ভোট শেষে সবকিছু জমা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি । পূর্ব বিনোদপুর প্রাইমারি স্কুলে ভোটের দায়িত্ব পড়েছিল অমিয়াংশু কর্মকারের। তিনি জানান, খুব ভালো ভোট হয়েছে। আমার বুথে প্রায় 90 শতাংশ ভোট পড়েছে । এদিন আবহাওয়া খুব ভালো ছিল। মানুষ শান্তিতে ভোট দিতে পেরেছে । আমার বুথে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন। তাঁরাও খুব ভালো কাজ করেছেন। উল্লেখ্য় এদিন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 3 নম্বর বুথে সকালে অভিযোগ ওঠে, বোতাম টিপলেই নাকি ভোট চলে যাচ্ছে বিজেপিতে ৷ এরপর অভিযোগ জানানো হয় প্রিসাইডিং অফিসারকে ৷ তারপরেই ব্যবস্থা নেয় কমিশন ৷ ইভিএম বদলের পর সেখানে সুষ্ঠভাবে ভোট সম্পন্ন হয় ৷