ঝাড়গ্রামে দলীয় প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভায় মমতা, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 2:44 PM IST

Updated : May 17, 2024, 3:12 PM IST

Mamata Banerjee LIVE: ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলে অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রীর জনসভা । ঝাড়গ্রাম জেলার অন্তর্গত 4টি বিধানসভা থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছেন ৷জানা গিয়েছে, ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বান্দোয়ান, শালবনি, গড়বেতার বিধায়করা উপস্থিত রয়েছেন এই জনসভায় । এছাড়াও তৃণমূলের জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বরা রয়েছেন । মুখ্যমন্ত্রী সভাস্থল কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । তিনদিন আগেই রোড-শো করে গিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ৷ সেখানে ব্যাপক সাড়া মিলেছে ৷ 4 জুন দেখা যাবে রায় কোনদিকে যায় ৷ 
Last Updated : May 17, 2024, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.