আরজি কর-কাণ্ডে ন্যয়বিচার চাই ! বৃষ্টি মাথায় নিয়ে জুনিয়র ডাক্তারদের মহামিছিল শহরে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 8:19 PM IST

Junior Doctors Rally: সকাল থেকে প্রবল বৃষ্টি মহানগরে ৷ জমেছে এক হাঁটু জল ৷ সেই জলকে উপেক্ষা করে আরজি করে মহিলা চিকিৎসকের হত্যার বিচারের দাবিতে পথে নামল জুনিয়র ডাক্তারদের সংগঠন । রবিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করল তারা । প্রায় 25টি মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র ডাক্তারেরা এদিনের এই মহামিছিলে সামিল হন । নির্ধারিত সময়ের একটু পরে দুপুর 1টা 30 মিনিট নাগাদ বৃষ্টি মাথায় নিয়ে মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে ৷ ছাতা মাথায় নিয়ে চিকিৎসকেরা স্লোগান তোলেন 'বিচার চাই' ।

চিকিৎসকদের পাশাপাশি ন্যয়বিচারের দাবিতে বহু সাধারণ মানুষও এই মিছিলে পা মেলান ৷ মিছিল বিকেল পাঁচটা নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ হয় ৷ সেখানে হাত ধরে মানববন্ধন কর্মসূচি করেন জুনিয়র ডাক্তারেরা ৷ এদিন ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে শ্যামবাজার ও বেলগাছিয়ার আশেপাশের বেশ কিছু রাস্তায় ৷ অন্যদিকে সকাল থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে চলছে মাইকিং ৷ এদিন আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামবেন টলিউড সেলেবরা ৷ একটি মিছিল টেকনিশিয়ান্স স্টুডিয়ো থেকে শুরু হয়ে আরজি করে গিয়ে শেষ হবে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.