রানাঘাটে ভোটপ্রচারে জেপি নাড্ডা, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 28, 2024, 12:37 PM IST
|Updated : Apr 28, 2024, 2:54 PM IST
লোকসভা ভোটের প্রচারে বঙ্গে প্রথমবার পা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ৷ আজ নদিয়ার রানাঘাটে বিজেপির সভা ৷ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে এই সভা ৷ বাংলাবাসীর মন জিততে ইতিমধ্যেই বঙ্গে একাধিক তাবড় কেন্দ্রীয় নেতারা সভা করেছেন ৷ সেই তালিকায় এবার নাম উঠল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও ৷"একটা সময় ছিল, যখন বলা হত বাংলা আজ যা ভাবে, কাল দেশ তা ভাবে"। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এ কথাই বললেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা ৷ রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার হয়ে প্রচারে আসেন ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা ৷ তবে এখন আর সেই দিন নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসনে বাংলার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে বলে তোপ দাগেন নাড্ডা ৷ এদিন তিনি বারবার ডাঃ নির্মল সাহাকে ভোট দেওয়ার বার্তা দেন ৷
Last Updated : Apr 28, 2024, 2:54 PM IST