4 টন বালিতে তৈরি ভাস্কর্যে মস্কো হামলার নিন্দা সুদর্শনের, দেখুন ভিডিয়ো - sudarsan pattnaik on Moscow attack

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 2:09 PM IST

thumbnail

Moscow Terror Attack: মস্কোর ক্রোকাস কনসার্ট হলে নৃশংস হামলা বন্দুকবাজের ৷ মারা গিয়েছেন প্রায় 133 জন ৷ আহত হয়েছেন একাধিক ৷ এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে ৷ আইসিসের এই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ বালির ভাস্কর্য তৈরি করে এই ঘটনার নিন্দা করেছেন তিনি ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই শেয়ার করেছেন শিল্পী ৷ সুদর্শন পট্টনায়েক তাঁর শিল্পকর্মের মাধ্যমে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন । পুরীর সমুদ্র সৈকতে দিয়েছেন বালুকাময় শ্রদ্ধাঞ্জলি ৷ তিনি তাঁর শিল্পের মধ্য দিয়ে বার্তা দিয়েছেন, "সন্ত্রাসবাদ বন্ধ করুন ৷ মস্কোতে জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই ৷" শিল্পী সুদর্শন এই ভাস্কর্য বানানোর জন্য ব্যবহার করেছেন 4 টন বালি যেটি সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় 5 ঘণ্টা । বালি দিয়ে তৈরি শিল্পতে ধরা পড়েছে এক শিশুর করুণ মুখ ৷ যার আশেপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য দেহ ৷ শিল্পী সুদর্শন টুইট করে জানিয়েছেন নিহত-আহত পরিবারের প্রতি সমবেদনা আমাদের ৷ তবে শুধু শিল্পী নয়, মস্কোর হামলার ঘটনায় নিন্দা করেছেন বিশ্বের তাবড় তাবড় নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.