আলু কিনছেন না ব্যবসায়ীরা, প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ চাষিদের - Potato Farmers Agitation - POTATO FARMERS AGITATION
🎬 Watch Now: Feature Video
Published : Aug 1, 2024, 6:37 PM IST
Potato Farmers: সরকারি হস্তক্ষেপের জেরে ভিনরাজ্যে আলু বিক্রি করতে পারছেন না কৃষকরা। হিমঘরে আলু পড়ে রয়েছে ৷ এই ঘটনার প্রতিবাদে মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কের বৈরাগিহাট এলাকায় রাস্তায় আলু ফেলে পথ অবরোধ ও বিক্ষোভ দেখান আলুচাষিরা ৷ বৃহস্পতিবার সকাল 11টা থেকে এই অবরোধ শুরু হলে মাথাভাঙা-শিলিগুড়ি ও মাথাভাঙা-মেখলিগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞায় পাইকাররা কৃষকদের আলু কিনছেন না, এর ফলে সমস্যায় পড়ছেন আলুচাষিরা ৷
কোচবিহারে এবার আলুর ফলন ভালোই হয়েছে ৷ একাংশ ব্যবসায়ী অসম-সহ ভিনরাজ্যে আলু পাঠাচ্ছেন ৷ এর ফলে বাজারে আলুর দাম বেড়ে গিয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অসম-সহ ভিনরাজ্যে আলু পাঠানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ ফলে আলু বাইরে যাচ্ছে না ৷ আর এতেই সমস্যায় পড়েছেন এক শ্রেণির আলুচাষিরা ৷ তাঁদের বক্তব্য, আলু বাইরে না-যাওয়ায় ব্যবসায়ীরা তা কিনছেন না ৷
এই অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে মাথাভাঙার বৈরাগিহাট এলাকায় পথ অবরোধ করলে সমস্যায় পড়েন যাত্রীরা ৷ সমস্ত গাড়ি বন্ধ হয়ে যায় ৷ আলুচাষি বিশ্বজিৎ সরকার বলেন, "অসমে আলু যাওয়ার ক্ষেত্রে সরকার নিষেধাজ্ঞা জারি করায় ব্যবসায়ীরা আলু কিনছে না ৷ আমরা বিপাকে পড়েছি ৷" যদিও কোচবিহার জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, "সরকার নির্ধারিত মূল্যে সমবায় সমিতির মাধ্যমে আলু কেনা হচ্ছে ৷ যাঁরা আলু বিক্রি করতে চান, তাঁরা যোগাযোগ করলেই আলু বিক্রি করতে পারবেন ৷"