'উৎসব' থেকে 'জ্যোতির্ময়ী', আলিপুরদুয়ারে নজরকাড়া থিমে জমজমাট পুজো
🎬 Watch Now: Feature Video
Published : Oct 12, 2024, 5:25 PM IST
ফালাকাটার মাদারি রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বছরের পুজো 48তম বর্ষে পদার্পণ করল ৷ তাদের এবারের পুজোর থিম 'জ্যোতির্ময়ী'। অন্ধকারাচ্ছন্ন সমাজে অশুভ শক্তির বিনাশে আলোর বিকিরণ ছড়াচ্ছে মায়ের এই মণ্ডপসজ্জা । বিভিন্ন ধরনের আলোয় এক মায়াবি পরিবেশ আগত দর্শনার্থীদেরও মন কাড়ছে বলে উদ্যোক্তাদের দাবি । মণ্ডপসজ্জায় লোহার পাইপ, ফসফেট পেপার, প্লাইউড ও কাঠ ব্যবহার হয়েছে ।
ফালাকাটার আরেকটি পুজো মসল্লাপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৷ তাদের এ বছরের পুজো 53বছর বর্ষে পদার্পণ করল । তাদের এই বছরের পুজোর থিম 'সমাহারে সমারোহ' । পিতলের বেলপাতা, বালতি, ঘটি, ও অনান্য সামগ্রী দিয়ে তৈরি হয়েছে তাদের এই মণ্ডপ । তাদের থিম মেকার কলকাতার বিশিষ্ট শিল্পী বিমান সাহা । প্যান্ডেলের মূল আকর্ষণ হিসেবে থাকছে দু’টি দুর্গার মুখ মণ্ডল, যা প্রায় দেড় লক্ষ্য বেলপাতা আকারে পিতল দিয়ে তৈরি করা হয়েছে ।
প্রায় 10 হাজার এলইডি লাইট ও মশারি দিয়ে তৈরি কলেজপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপসজ্জা ৷ এবার তাদের পুজো 48 বছর বর্ষে পদার্পণ করল । তাদের এবারের থিম 'উৎসব'। রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার নির্মিত এই মণ্ডপসজ্জায় মানুষের মনের আলো বা আনন্দ ফুটিয়ে তোলার বার্তা ।