ভোটের মাঝেই বসিরহাটে উদ্ধার 22 লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার 8 - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jun 1, 2024, 2:09 PM IST
Fake Currency Recovered: শেষ দফার লোকসভা ভোট চলছে রাজ্যে ৷ এরই মাঝে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার জাল নোট ৷ বসিরহাট থানা থেকে ঢিল ছড়া দূরত্ব থেকে এই এই জালগুলি নোট উদ্ধার হয়েছে । 22 লক্ষ টাকারও বেশি জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে আটজনকে ৷ বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হয়েছে জাল নোটগুলি ৷ জাল নোটের সঙ্গে এ দিন সোনার বিস্কুটও উদ্ধার করেছে পুলিশ ৷ ন'টি বিস্কুটের মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ তবে ভোট চলাকালীন এই জাল নোট উদ্ধারকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজ্য় রাজনীতিতে । ভোটের আগে এত টাকা কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ কোন উদ্দেশ্যেই বা এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা ৷ ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে শুক্রবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে নাকা চেকিংয়ের সময় বেশ কয়েকজন বাইক আরোহীর কাছ থেকে টাকা উদ্ধার হয়েছিল ৷ ওই টাকার পরিমাণ ছিল 9 লক্ষ 15 হাজার টাকা ৷ ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ ৷