খাবারের সন্ধানে শহরমুখী রামলাল, হাতিকে বিরক্ত না করার অনুরোধ বন দফতরের - Elephant in Locality

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 4:14 PM IST

Elephant Entered in Locality: এবার গ্রাম ছেড়ে শহরমুখী জঙ্গলমহলের জনপ্রিয় দাঁতাল হাতি রামলাল ৷ রবিবার ভোরের আলো ফুটতেই ঝাড়গ্রাম শহরে খাবারের সন্ধানে ঢুকে পড়ে গজরাজ । খবর চাউর হতেই কয়েক হাজার মানুষ জমায়েত করে তাকে দেখার জন্য । ভোর ছ'টা থেকে প্রায় আটটা আনুমানিক দু'ঘণ্টা ধরে শহরের মধ্যে ঘুরপাক খায় রামলাল । শহরে হাতি ঢুকেছে বিষয়টি জানার পরেই ঘটনাস্থলে চলে আসে বন দফতরের কর্মী ও ঐরাবত গাড়ি ৷ বন দফতরের কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে আসেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম ৷ তারপর বন দফতরের প্রচেষ্টায় রামলালকে শহরের বাইরে বের করে জঙ্গলে পাঠানো হয় ৷

এদিন ডিএফও বলেন, "শহরে একটি হাতি ঢুকে পড়েছিল । তাকে সুরক্ষিতভাবে শহরের বাইরে বের করে দেওয়া হয়েছে । হাতিটি শহরের মধ্যে তেমন কোনও ক্ষয়ক্ষতি করেনি । আমি সাধারণ মানুষজনের কাছে অনুরোধ করব, হাতিটি শান্ত মেজাজে রয়েছে ৷ ঝাড়গ্রাম শহর এমন একটি জায়গায়, যেখানে মাঝেমধ্যে হাতি চলে আসে । আমাদের বন দফতরের কর্মীরা রয়েছেন, চিন্তার কোনও কারণ নেই । সাধারণ মানুষজনকে আমি এটাই বলব, হাতির কাছে যাবেন না এবং হাতিকে উত্ত্যক্ত করবেন না ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.