রামমোহন-বিদ্যাসাগরের নামে টুইন টাওয়ার, মেদিনীপুরের পুজো প্যান্ডেলে নারীশিক্ষার বার্তা - DURGA PUJA PARIKRAMA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 5:16 PM IST

একসময় এই বাংলায় নারী জাতির উন্নয়নে পথ দেখিয়েছিলেন বাংলার দুই মহিষী রাজা রামমোহন রায় ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর । এবার মেদিনীপুর শহরের ছোট বাজার দুর্গাপুজো কমিটি প্রায় 100 ফুটের টুইন টাওয়ার গড়ে তুলল এই দুই সমাজ সংস্কারকের নামে । টুইন টাওয়ার মালয়েশিয়ার হলেও এখানে সেই টাওয়ার দুটিকে নামাঙ্কিত করা হয়েছে রামমোহন ও বিদ্যাসাগরের নামে ৷ 82তম বর্ষে 20 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে মণ্ডপ ৷ প্রতিমা থাকছে সাবেকি ৷

এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক অরুণ চৌধুরী বলেন, "টুইন টাওয়ার আমরা নামেই করেছি কিন্তু আদতে বোঝাতে চেয়েছি বাংলার ক্ষেত্রে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা । তৎকালীন সময়ে মেয়েদের মান সম্মান বাঁচাতে এই দুই মহিষী ঝাঁপিয়ে পড়েছিলেন ৷ আজকের যুগেও তাঁরা প্রাসঙ্গিক । তবে এই দুই মহাপুরুষের দু'টি মূর্তি গড়ে দিলে কেউ দেখতে আসবে না । তাই আমরা এই টুইন টাওয়ারের মাধ্যমে তাদের তুলে ধরেছি ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.