ঠাকুরপুকুর এসবি পার্কে ফুটিয়ে তোলা হয়েছে একটুকরো শৈশব - DURGA PUJA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 4:11 PM IST

এক টুকরো শৈশব ফিরে পেতে হলে যেতে হবে ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীনের দুর্গাপুজোয় ৷ যেখানে শিল্পী মণ্ডপ সজ্জায় তুলে ধরেছেন একচিলতে ছেলেবেলা ৷ যেখানে কাঁচা হাতের আঁকুবুঁকি ফুটিয়ে তুলেছেন শিল্পী ৷ আর তার পুরোটাই প্যাস্টেল রং দিয়ে তৈরি ৷ রয়েছে স্কুল জীবনের সঙ্গে জড়িত নানা মুহূর্ত ৷ বাচ্চারা ছোটবেলায় ঠিক যেভাবে নদী, পুকুর, গাছ, পাহাড়, সূর্য, চাঁদের ছবি আঁকে, প্যাস্টেল রংয়ের সাহায্যে এসবি পার্কের মণ্ডপ সজ্জায় ঠিক সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টি ৷ আর ঠাকুর দেখতে এসে ছোটরা তো বটেই, বড়রাও নিজেদের শৈশবে ফিরে যাচ্ছেন ৷ বিশেষত, যেখানে বর্তমান প্রজন্ম হাত-কলমে আঁকার বদলে, মোবাইল ফোন বা ট্যাবলেটে অ্যাপ নির্ভর আঁকায় বেশি আগ্রহী ৷ এমনকি দুর্গা প্রতিমার মধ্যেও রয়েছে প্যাস্টেল রংয়ের ছোঁয়া ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.