গঙ্গাসাগরে প্যারিস ! ডিজনিল্যান্ডে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা - DURGA PUJA PARIKRAMA 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 6:05 PM IST

প্যারিসের ডিজনিল্যান্ড এবার গঙ্গাসাগরের পুজো প্যান্ডেলে ৷ এখানকার আশ্রম মোড় সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির 62তম বছরের থিম প্যারিসের ডিজনিল্যান্ড । সেই প্যান্ডেল ঘুরে দেখল ইটিভি ভারত ৷ এই বিষয়ে পুজোর উদ্যোক্তারা জানান, সাগরদ্বীপের মানুষেরা দুর্গাপুজোর সময় থিমের মণ্ডপ দেখতে কলকাতায় যান । কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও উপায় থাকে না ৷ তাদের জন্য এ বছরের ভাবনা প্যারিসের ডিজনিল্যান্ড । মণ্ডপ তৈরির বাজেট আনুমানিক 10 লক্ষ টাকা । উদ্বোধনের আগে থেকেই প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা ৷ সন্ধেবেলা আলোর রোশনাইয়ে আরও সুন্দর হয়ে উঠছে ডিজনিল্যান্ড ৷ গঙ্গাসাগরে একটুকরো প্যারিস উপভোগ করতে পুজোর ক'দিন দর্শনার্থীদের আরও ভিড় হবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.