দিদি নম্বর ওয়ান রচনা, ভোটে জিতে উৎসবে মাতলেন নিজের আবাসনে - Bengali Didi Number One - BENGALI DIDI NUMBER ONE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 1:39 PM IST

বাংলার দিদি নম্বর ওয়ান এবার রাজনীতির মঞ্চেও নিজের জায়গা করে নিলেন । হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনা 76 হাজার 853 ভোটে জিতেছেন । এই মুহূর্তে নিজেকে হুগলির দিদি নম্বর ওয়ান বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় । হুগলি থেকে নিজের জায়গা আনন্দপুরের বিলাসবহুল কমপ্লেক্সে ফিরেছেন তিনি। সেখানেই থাকেন ঘাটাল লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী দেব ৷ রচনা এবং দেবকে ঘিরে আজ কমপ্লেক্সে বিজয়োল্লাসে মাতেন তাঁদের প্রতিবেশীরা । রচনা বন্দ্যোপাধ্যায় তার মাঝেই ইটিভি ভারতকে বলেন, "আজ খুশির দিন । হুগলিতে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি ৷ এবার আরও দায়িত্ব বাড়ল । মায়ের জয়ে হাজির ছেলে বিজয় উল্লাসে । মায়ের সঙ্গে পদযাত্রায় হাঁটতে রাজি হয়নি সে । রচনা বলেন, "ছেলে একটু আপসেট । ওকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে না৷ এবার সময় দিতে হবে ওকে ৷ "

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.