ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ, বুথে তৃণমূল-সিপিএমের হাতাহাতি - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 11:01 PM IST

thumbnail
বুথে তৃণমূল-সিপিএম কর্মীদের মধ্যে ঝামেলা (নিজস্ব প্রতিনিধি)

3rd Phase Vote: মঙ্গলবার বাংলার চারটি লোকসভা আসনের মধ্যে মুর্শিদাবাদ থেকেই সবচেয়ে বেশি অশান্তির খবর বেশি আসে ৷ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত রওশননগর প্রাথমিক বিদ্যালয়ের 172 নম্বর বুথে তৃণমূল এবং সিপিএম এজেন্টের মধ্যে চলে তুমুল বচসা হয় ৷ ভুয়ো ভোটার ভোট দিতে এলে সেই ব্যক্তি ধরা পড়েন সিপিএম কর্মীদের হাতে ৷ তারপর তৃণমূল-সিপিএমের মধ্যে বচসা শুরু হয় ৷ পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যন্ত ৷ এরপর খবর দেওয়া হয় পুলিশে ৷ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ 

উল্লেখ্য, মুর্শিদাবাদের ডোমকল সেখালিপাড়া বিএসএমএম হাইস্কুলে 153 নম্বর বুথে বাম-কংগ্রেস জোটের কর্মীদের ভোট দিতে বাধার অভিযোগ আসে ৷ খবর যায় ডোমকল থানায় ৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ মুর্শিদাবাদে সব থেকে বড় ঘটনা ঘটে সকালের দিকে ৷ একটি বুথে তৃণমূলের ভুয়ো এজেন্ট বসে আছেন বলে দাবি করেন জোটপ্রার্থী মহম্মদ সেলিম ৷

শুধু দাবি করাই নয়, কার্যত প্রশাসনের সাহায্যে ওই এজেন্টকে বুথ থেকে বের করে দেন তিনি ৷ এই ধরনের কয়েকটি ঘটনা ঘটলেও মোটের উপর মুর্শিদাবাদে ভোট শান্তিপূর্ণই ছিল ৷ অতীতে একাধিকবার মুর্শিদাবাদে নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝড়েছে, প্রাণও গিয়েছে ৷ সৌভাগ্যক্রমে এবার এই ধরনের কোনও ঘটনার সাক্ষী থাকতে হল না ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.