তীব্র উত্তেজনা বারুইপুরে, তুমুল বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jun 1, 2024, 11:38 AM IST
Jadavpur Lok Sabha Constituency: যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। বারুইপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সৃজন। এদিন যাদবপুর কেন্দ্রের বারুইপুরের 118 নম্বর বুথ, বেলেগাছিতে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তাঁকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় ৷
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। সৃজনের অভিযোগ ছিল, বুথের 100 মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত ছিল। তিনি জমায়েত সরানোর নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে মারতেও উদ্যত হন। সিপিএম প্রার্থী সৃজন পুলিশকে পুরো বিষয়টি অবগত করেন ও পুলিশকে এ নিয়ে নজর দিতে বলেন ৷
এর পাশাপাশি, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয়ের 153, 154, 155 ও 156 নম্বর বুথের বাইরেও উত্তেজনা দেখা যায়। সিপিএম প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। পালটা তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন, "এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তবে বুথের বাইরে প্রচুর পরিমাণে জড়ো হয় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী।"