100 দিনের কাজের 7 কোটি বকেয়ার দাবিতে উত্তরকন্যা অভিযানে ঠিকাদাররা - 100 Days Work - 100 DAYS WORK
🎬 Watch Now: Feature Video
Published : Aug 1, 2024, 8:12 PM IST
100 Days Work Contractors Agitation: একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে উত্তরকন্যা অভিযান করলেন ঠিকাদাররা। বৃহস্পতিবার চুনাভাটি থেকে উত্তরকন্যা পর্যন্ত মিছিল করেন তাঁরা । কিন্তু উত্তরকন্যার সামনে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে আন্দোলনকারীদের আটকে দেয়। মিছিল আটকালে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বাকবিতন্ডার পর অবশেষে ঠিকাদারদের কয়েকজনের প্রতিনিধিকে অনুমতি দেওয়া হয় উত্তরকন্যা যাওয়ার ।
উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ির ঠিকাদাররা যোগ দিয়েছিলেন অভিযানে । অভিযোগ, কেন্দ্রীয় সরকার একশো দিনের বকেয়া রাজ্যকে না দেওয়ায় প্রায় বছর তিনেক ধরে আটকে রয়েছে ঠিকাদারদের টাকা । উত্তরবঙ্গজুড়ে প্রায় 800 ঠিকাদার রয়েছেন । সর্বসাকুল্যে প্রায় 7 কোটি টাকা বকেয়া আটকে ।
এই বিষয়ে ঠিকাদার বিদ্যুৎ ঘোষ বলেন, " পেটের দায়ে আমরা আন্দোলনে নেমেছি । প্রথমে গ্রাম পঞ্চায়েতে এই আন্দোলন সংগঠিত হয়েছে তারপর ব্লক ও জেলাস্তরে । দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া আটকে রয়েছে । একশো দিনের কাজে আমরা নির্মাণ সামগ্রী সরবরাহ করেছি । দিল্লির সরকার টাকা না দিলে রাজ্য সরকারও টাকা দিতে পারছে না । যারা মজুরি খেটেছে তাদের বকেয়া মিটে গেলেও আমাদেরটা মিটছে না । বকেয়া না মিটলে এই আন্দোলন জেলা থেকে রাজ্যস্তরে সংগঠিত হবে । প্রয়োজনে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করা হবে ।"