শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা - lok sabha election 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 23, 2024, 2:23 PM IST
|Updated : Apr 23, 2024, 4:12 PM IST
শেষ 2019 সালে হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে ছিল 'কেষ্ট' ৷ 2024-এর নির্বাচনে চিত্রটা অনেকটাই আলাদা ৷ বিশেষত বীরভূমরে ক্ষেত্রে ৷ অনুব্রতকে ছাড়াই বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচনে লড়াই তৃণমূল কংগ্রেসের। প্রিয় 'কেষ্টহীন' জেলায় মঙ্গলবার নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বীরভূম লোকসভার হাঁসন বিধানসভার তারাপীঠে সভা করছেন তিনি৷ এই লোকসভা কেন্দ্র থেকে চতুর্থ বারের জন্য প্রার্থী হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। তাঁর সমর্থনেই প্রচার নেত্রীর। মঞ্চে রয়েছেন বীরভূমের দুই লোকসভার প্রার্থী, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ সকল বিধায়ক। এই কেন্দ্রে শতাব্দীর বিপরীতে লড়ছেন বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর ৷ যাঁকে কোচবিহারের শীতলকুচির গুলি কাণ্ডে সাসপেন্ড করে ছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : Apr 23, 2024, 4:12 PM IST