রাজ্যকে ভাগ করার চক্রান্ত ! বিজেপি, মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কংগ্রেসের - Congress protest
🎬 Watch Now: Feature Video
Published : Aug 1, 2024, 9:00 PM IST
Congress protest: রাজ্যকে দ্বিখন্ডিত করার চক্রান্ত করছে বিজেপি ৷ তার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে ভাগ করার বিজেপি'র প্রয়াসের বিরুদ্ধে হাজরা মোড়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রাসাদের নেতৃত্বে হাজরা মোড়ে যতীন দাস পার্কের সমানে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুলও পোড়ান হয় । কংগ্রেস নেতার অভিযোগ, "নেতাজি সুভাসচন্দ্র বসু'র বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুল ইসলামের বাংলা, যে বাংলাকে নিয়ে বিশ্বের দরবারে প্রত্যেক বাঙালি গর্ব অনুভব করে, রাজ্যের মানুষদের আড়াআড়িভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন করে দিয়েছে বিজেপি ৷ উগ্র হিন্দুত্বের জিগির তুলে হিন্দু ভোট কুড়িয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে ৷" তিনি আরও অভিযোগ করে বলেন, "বিজেপি'র অনেক দিনের সুপ্ত বাসনা পশ্চিমবঙ্গকে ভাগ করা ৷ সেই লক্ষ্যে তাদের দুই সাংসদকে দিয়ে সন্তর্পণে সংসদে সেই দাবি তুলে বঙ্গভঙ্গের গোপন পরিকল্পনা প্রকাশ করেছে । পশ্চিমবঙ্গের মুকুট দার্জিলিংকে গোর্খাল্যান্ড করার চেষ্টা তাদের বহুদিনের ৷ কোচবিহারকে গ্রেটার কোচবিহারের দাবি তো আছেই ! এবার তার সঙ্গেই আরও তিনটি জেলাকে রাজ্য থেকে আলাদা করার প্রয়াস শুরু করেছে বিজেপি।"