প্রচারে বাদ্যি, বিজেপি প্রার্থীর ঢাকের তালে পা মেলালেন গাজন সন্ন্যাসীরা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 5:22 PM IST

Jagannath Sarkar Election Campaign: গাজন সন্ন্যাসীদের সঙ্গে ঢাক বাজিয়ে ভোট প্রচার করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । আর দু'দিন বাদেই নীল পুজো ৷ সেই কারণে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে চলছে গাজনের উৎসব ও পুজো ৷ এর মধ্যেই ভোট প্রচারের আগে গাজন সন্ন্যাসীদের আশীর্বাদ নিয়ে এবং ফল বিতরণ করে বুধবার ভোট প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার । রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফুলিয়া এলাকার বেশ কয়েকটি এলাকায় যান তিনি ৷ এরপর গাজন সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি শিবের পুজো দেন ৷ এরপর নিজেই ঢাক কাঁধে নিয়ে বাজাতে শুরু করেন ।

প্রার্থীকে এভাবে কাছে পেয়ে ঢাকের তালে নেচে ওঠেন সন্ন্যাসীরা । এ প্রসঙ্গে জগন্নাথ সরকারকে প্রশ্ন করলে তিনি বলেন, "ছোটবেলা থেকেই গ্রামের জীবনে অনেক কিছু স্মৃতি লুকিয়ে আছে আমার । একটা সময় ছিল অষ্টক গানে সেজে নিত্য করতাম ৷ আর ঢাক বাজানো আমার অনেক দিনের অভ্যাস ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.