জয় নিয়ে আশাবাদী, ভোটপর্ব মিটতেই ক্রিকেটে মজলেন পাঠান - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 13, 2024, 11:12 PM IST
তিনি ভারতীয় ক্রিকেট দলের জোড়া বিশ্বকাপজয়ী দলের সদস্য ৷ একটা সময় পিঞ্চ হিটার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে খ্যাতি অর্জন করে নেওয়া ইউসুফ পাঠানের 37 বলে শতরানের নজির দীর্ঘদিন অক্ষত ছিল আইপিএলে ৷ সেই ইউসুফকেই চলতি নির্বাচনে যখন বহরমপুর থেকে কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করল, প্রথমটাই নাক সিঁটকেছিলেন অনেকেই ৷ তবে রাজনীতিতে আত্মপ্রকাশটাকে বোধহয় খুব একটা খারাপ বলতে পারবেন না জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারের ৷ সোমবার হেভিওয়েট অধীর রঞ্জন চৌধুরীর বিপক্ষে বহরমপুরে ভাগ্য পরীক্ষা হয়ে গেল ইউসুফের ৷
ভোটপর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর এদিন কেন্দ্রে খোশমেজাজেই ধরা দিলেন প্রাক্তন বরোদা অলরাউন্ডার ৷ বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটও খেলেন ইউসুফ । এরপর জোড়া বিশ্বজয়ী দলের সদস্য সাংবাদিকদের জানান, মানুষ নির্বিঘ্নেই ভোটদান করেছে ৷ শুধু তাই নয়, তিনি যে জিতছেন-ই সে ব্যাপারে আশাবাদী শোনায় ইউসুফকে ৷ এমনকী, মানুষ তাঁকে আগাম শুভেচ্ছা জানাচ্ছেন বলেও শোনান ইউসুফ ৷ সবমিলিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ইউসুফ ৷ শেষ বেলায় জানান, এবার পালা মানুষকে আস্থার মর্যাদা ফিরিয়ে দেওয়া ৷