নাচে গানে কালিম্পংয়ে পালিত হল 'আষাঢ় 15' উৎসব - Ashar 15

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 2:19 PM IST

thumbnail
নাচে গানে কালিম্পংয়ে পালিত 'আষাঢ় 15' উৎসব (ইটিভি ভারত)

Asar Pandhra Utsav: গোর্খা সম্প্রদায়ের ঐতিহ্য এবং ইতিহাসকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে শনিবার কালিম্পং জেলার মধ্য বং বস্তিতে পালিত হল আষাঢ় 15 উৎসব ৷ রং-বেরঙের পোশাকে নাচ গানের মধ্যে দিয়ে পালিত হল ঐতিহ্যবাহী এই উৎসব ৷ ইতিহাস অনুযায়ী, আষাঢ় মাসে পাহাড়ের ঢালে ধান রোপন করেতেন গোর্খা সম্প্রদায়ের মানুষজন ৷ নাচ-গানের অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ের গায়ে রোপন করা হতো ধান ৷ যুগ যুগ ধরে সেই ঐতিহ্যকে বজায় রেখে চলেছেন গোর্খার সম্প্রদায়ের মানুষ ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ ম্লান হয়ে পড়েছিল এই অনুষ্ঠান ৷ তাকে পুনর্জ্জীবিত করতে গত কয়েক বছর ধরে গোরখা গৌরব সংস্থানের পক্ষ থেকে কালিম্পংয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ প্রতি বছরের মতো এবছরও তাই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের ৷ নিজেদের সাংস্কৃতিক পোশাকে কালিম্পংয়ের এই অনুষ্ঠানে যোগ দেন গোর্খাদের বেশ কিছু সংগঠনের মানুষ ৷ যুবসমাজকে গোর্খা সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই এই ধরনের ব্যবস্থা বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.