দার্জিলিংয়ের গোর্খা স্টেডিয়ামে অমিত শাহের সভা বাতিল

🎬 Watch Now: Feature Video

thumbnail
26 এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট হবে ৷ প্রথম দফার মতো এই দফার তিনটি আসনও বিজেপির দখলে ৷ যে সময় রাজ্যে সরকার পরিবর্তন হয়, তারও আগে থেকে দার্জিলিং ছিল বিজেপির শক্তিশালী ঘাঁটি ৷ 2009 সালে এই কেন্দ্রে জয়ী হন বিজেপির যশবন্ত সিং ৷ এরপর 2014 সালে দার্জিলিং লোকসভায় জয়ী হন বিজেপির এস এস আলুওয়ালিয়া ৷ তারপর 2019 সালেও এই কেন্দ্রে বিজেপির আধিপত্য বজায় রাখেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ তিনি তৃণমূলের অমর সিং রাইকে পরাজিত করেন ৷ এবারও দার্জিলিংয়ে রাজু বিস্তাকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী গোপাল লামা এবং কংগ্রেসের প্রার্থী ডঃ মুনীশ তামাং ৷ তাই এখানে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ তার আগে দলের প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 
Last Updated : Apr 21, 2024, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.