শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবীরের হয়ে প্রচারে অমিত শাহ, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 12:20 PM IST

Updated : May 15, 2024, 12:57 PM IST

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জমজমাট লড়াই বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি কবীর শঙ্কর বসুর ৷ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে তিন বার সাংসদ নির্বাচিত হয়েছেন ৷ তাই শ্রীরামপুর লোকসভার মাটি অনেকটাই শক্ত বিরোধীদের কাছে ৷ এখানে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু 2021 সালে শ্রীরামপুর বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু সেভাবে প্রভাব ফেলতে পারেননি ৷ হাওড়ার ডোমজুর, জগৎবল্লভপুর ছাড়াও চাঁপদানি, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা সহ একাধিক জায়গায় প্রচার করেছেন কবীর শঙ্কর ৷ চুঁচুড়ায় তাঁর সমর্থনে সভা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফের বুধবার চণ্ডীতলায় প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া দু'টি বিধানসভার অনেকটা জুড়ে বাস সংখ্যালঘু সম্প্রদায়ের ৷ চণ্ডীতলাতেই রয়েছে ফুরফুরা শরিফ ৷ তৃণমূল এখানে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিরুদ্ধে প্রচার চালাচ্ছে ৷ অন্যদিকে বিজেপির নেতারা নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার করছে ৷ আজ চণ্ডীতলার মশাট বাজারের মাঠের জনসভায় অমিত শাহ কী বলেন, সেটাই দেখার ৷
Last Updated : May 15, 2024, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.