মথুরাপুরে মেগা জনসভা অভিষেকের, ভোটে জিততে কী বার্তা দিচ্ছেন দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Mar 30, 2024, 2:53 PM IST
|Updated : Mar 30, 2024, 3:13 PM IST
লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে মেগা জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার তৃণমূল কর্মীরা ধীরে ধীরে সভা স্থলে এসে পৌঁছান। এমনকী জলপথেও প্রিয় নেতার ভাষণ শুনতে হাজির কর্মী-সমর্থকরা ৷ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাও সমর্থকদের নিয়ে সভাস্থলে আসেন ৷ ইতিমধ্যে সভাস্থলের প্রায় এক কিলোমিটার দূর থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন ৷ বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে ৷ এই জনসভা থেকে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দিলীপ জাতুয়া ও শান্তনু বাপুলি-সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগদান করার জল্পনা রয়েছে। শুধুমাত্র নিজের সাংসদ এলাকা নয়, রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন অভিষেক বন্দ্যাপাধ্যায় ৷ মথুরাপুরের তিন বারের সাংসদ চৌধুরীমোহন জাটুয়া শারীরিক অসুস্থতার কারণে ভোটে লড়াই করতে পারছেন না ৷ ওই কেন্দ্রে নতুন প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তৃণমূলের বাপি হালদার ৷ তাঁকে জেতাতে দলের কর্মী-সমর্থকদের কী বার্তা দেন, অভিষেক, নজর সেদিকেই ৷
Last Updated : Mar 30, 2024, 3:13 PM IST