রামোজি ফিল্ম সিটিতে 78তম স্বাধীনতা দিবস উদযাপন - 78th Independence Day celebrations - 78TH INDEPENDENCE DAY CELEBRATIONS
🎬 Watch Now: Feature Video
Published : Aug 15, 2024, 2:48 PM IST
|Updated : Aug 15, 2024, 6:55 PM IST
Independence Day Celebration at Ramoji Film City: রামোজি ফিল্ম সিটিতে 78তম স্বাধীনতা দিবস উদযাপন হল ৷ ইনাডুর ম্যানেজিং ডিরেক্টর কিরণ রাও পতাকা উত্তোলন করেন ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্গদর্শীর এমডি শৈলজা কিরণ, রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর বিজয়েশ্বরী দেবী, ইটিভি-র সিএও বাপি নাইডু, রামোজি গ্রুপ-এর হিউম্যান রিসোর্সের প্রেসিডেন্ট গোপাল রাও, ইনাডু-র তেলেঙ্গানার সম্পাদক ডিএন প্রসাদ-সহ আরএফসি ডিরেক্টর শিবা রামকৃষ্ণ, ইনাডু, ইটিভি, ইটিভি ভারত-সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং রামোজি গ্রুপ সংস্থার কর্মীরা । এবছর জুনের প্রথম দিকে প্রয়াত হন রামোজি ফিল্ম সিটির চেয়ারম্যান রামোজি রাও ৷ এদিন গোলকুন্ডা ফোর্টে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। সমস্ত সরকারি অফিস, রাজনৈতিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়িক কমপ্লেক্সে উত্তোলন হয় তেরঙা ৷ লালকেল্লায় বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷