কর্তব্যপথে 75তম সাধারণতন্ত্র দিবস উদযাপন, দেখুন সরাসরি - নরেন্দ্র মোদি লাইভ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 10:07 AM IST

Updated : May 8, 2024, 11:16 AM IST

75th Republic Day: সাধরাণতন্ত্র দিবসে সেজে উঠেছে কর্তব্যপথ ৷ নিরাপত্তার চাদরে মুড়েছে রাজধানী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কর্তব্যপথে পতাকা উত্তোলন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৷ এবার প্রধান অতিথি হিসেবে থাকছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৷ ফরাসি সশস্ত্র বাহিনীর একটি দল আজ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে । এছাড়াও ভারতীয় সৈন্য ও বিমানচালকদের পাশাপাশি ফ্লাইপাস্টও করবে । কুচকাওয়াজ-সহ দেশের বিভিন্ন উপজাতি, রাজ্য এবং বাহিনীর সৌন্দর্য, বৈচিত্র্য, সংস্কৃতি, শক্তি এবং ঐতিহ্য প্রদর্শিত হবে আজকের অনুষ্ঠানে । 75 তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম হল মহিলাকেন্দ্রিক ৷ 'বিকশিত ভারত' এবং 'ভারত - লোকতন্ত্র কী মাতৃকা' ('উন্নত ভারত' এবং 'ভারত - গণতন্ত্র  মাতৃভূমি')। প্রতিরক্ষা সচিব গিরিধর আরমান এটির পুনর্ব্যক্ত করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাধারা অনুসারে বেছে নেওয়া হয়েছে এবারের থিম ৷ যার অর্থ হল 'ভারত গণতন্ত্রের প্রকৃত মা'।  

Last Updated : May 8, 2024, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.