ETV Bharat / travel

পাহাড় ও জলে ঘেরা নৈনিতাল, ভ্রমণপিপাসুদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন - WORLD TOURISM DAY 2024 - WORLD TOURISM DAY 2024

World Tourism Day 2024: ভ্রমণ পিপাসু মানুষের কাছে নৈনিতাল অন্যতম আকর্ষণীয় স্থান ৷ পাহাড় ও লেকে ঘেরা উত্তরাখণ্ডের এই ছোট শহরে রয়েছে একাধিক দর্শনীয় স্থান ৷ বিশ্ব পর্যটন দিবসে এক নজরে দেখে নিন তার কিছু নিদর্শন ৷

World Tourism Day 2024
নৈনিতাল, দ্য সিটি অফ লেক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 2:12 PM IST

রামনগর (উত্তরাখণ্ড), 27 সেপ্টেম্বর: "মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে..." আজ বিশ্ব পর্যটন দিবস ৷ আজকের এই বিশেষ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই পংক্তির গুরুত্ব অপরিসীম ৷ তবে শুধু মনের শান্তি কিংবা শারীরিক ক্লান্তি দূর করার জন্য নয়, যে কোনও দেশ তথা রাজ্যের অর্থনীতিতে পর্যটন শিল্পের বিশেষ গুরুত্ব রয়েছে ৷

সাম্প্রতিক সময়ে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলা পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা ছুঁয়েছে ৷ আর সেকারণেই প্রতি বছর দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় জমায় 'দ্য সিটি অফ লেকস্'-এ ৷ দিঘা, পুরী, দার্জিলিং-এর গণ্ডি টপকে নৈনি লেক, বিশ্ব বিখ্য়াত জিম করবেট ন্যাশনাল পার্ক এবং কাইঞ্চি ধাম দেখতে ভিড় জমান বাঙালিরাও ৷ পর্যটকদের ভিড়ে রিসোর্ট, হোম-স্টে এবং খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষেরও জীবিকা নির্বাহের পথ আরও মসৃণ হয়ে ওঠে ৷

World Tourism Day 2024
নৈনি লেকে পর্যটকদের ভিড় (ইটিভি ভারত)

কীভাবে শুরু হয়েছিল বিশ্ব পর্যটন দিবস ?

1970 সালে গঠিত হয়েছিল বিশ্ব পর্যটন সংস্থা ৷ 1980 সালে সংস্থার সদস্যরা ঠিক করেন 27 সেপ্টেম্বর 'বিশ্ব পর্যটন দিবস' পালন করা হবে ৷ সাধারণ মানুষের মধ্যে পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরা হল এর প্রধান লক্ষ্য ৷ এই বছরের থিম 'পর্যটন ও শান্তি' ৷

পর্যটন শিল্প ও নৈনিতাল

নৈনিতালের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম ৷ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সঞ্জয় চিমওয়ালের দাবি, পর্যটন শিল্প ছাড়া নৈনিতালে কাজের অন্য কোনও সংস্থান নেই ৷ চারিদিকে লেক ও পাহাড়ে ঘেরা এই শহরের অপূর্ব সৌন্দর্য্যের কারণেই প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় জমান বলে জানান সঞ্জয় ৷

World Tourism Day 2024
প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা নৈনিতাল (ইটিভি ভারত)

পর্যটন শিল্প ও কর্মসংস্থান

রিসোর্ট মালিক ও হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি হরিমন জানান, রাজ্য সরকারের রাজস্ব খাতে ও কর্মসংস্থানের জন্য পর্যটন শিল্পের গুরুত্ব রয়েছে ৷ তাঁর কথায়, "সরকার যদি বিমান পরিষেবা আরও বাড়ায় ও যোগাযোগ ব্যবস্থার খানিক উন্নতি ঘটায়, তবে উত্তরাখণ্ডের পর্যটনের চেয়ে ভাল আর কিছু হতে পারে না ৷"

নৈনিতালের আবহাওয়া ও পরিবেশ

পাহাড় ও লেকে ঘেরা নৈনিতালের আবহাওয়া বেশ স্বাস্থ্য়কর ৷ আর সেই স্বাস্থ্যকর পরিবেশের টানেই প্রতিবছর এই ছোট শহরটিতে ভিড় জমান পর্যটকরা ৷ বিশ্ব বিখ্যাত 'জিম করবেট পার্ক' নৈনিতালের অন্যতম আকর্ষণ ৷

World Tourism Day 2024
জিম করবেট পার্ক (ইটিভি ভারত)

তবে শুধু নৈনিতাল নয় ৷ 'ধন ধান্যে পুষ্পে ভরা' এই দেশে ভ্রমণের জন্য মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা জায়গার কোনও অভাব নেই ৷ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ৷ এক কথায়, ভ্রমণ পিপাসু মানুষের জন্য ভারত অমৃত ভাণ্ডারের মতো ৷ তাই শুধু দেশবাসী নন ৷ প্রতিবছর দেশের একাধিক জায়গায় ভিড় জমান বহু বিদেশীও ৷

রামনগর (উত্তরাখণ্ড), 27 সেপ্টেম্বর: "মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে..." আজ বিশ্ব পর্যটন দিবস ৷ আজকের এই বিশেষ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই পংক্তির গুরুত্ব অপরিসীম ৷ তবে শুধু মনের শান্তি কিংবা শারীরিক ক্লান্তি দূর করার জন্য নয়, যে কোনও দেশ তথা রাজ্যের অর্থনীতিতে পর্যটন শিল্পের বিশেষ গুরুত্ব রয়েছে ৷

সাম্প্রতিক সময়ে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলা পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা ছুঁয়েছে ৷ আর সেকারণেই প্রতি বছর দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় জমায় 'দ্য সিটি অফ লেকস্'-এ ৷ দিঘা, পুরী, দার্জিলিং-এর গণ্ডি টপকে নৈনি লেক, বিশ্ব বিখ্য়াত জিম করবেট ন্যাশনাল পার্ক এবং কাইঞ্চি ধাম দেখতে ভিড় জমান বাঙালিরাও ৷ পর্যটকদের ভিড়ে রিসোর্ট, হোম-স্টে এবং খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষেরও জীবিকা নির্বাহের পথ আরও মসৃণ হয়ে ওঠে ৷

World Tourism Day 2024
নৈনি লেকে পর্যটকদের ভিড় (ইটিভি ভারত)

কীভাবে শুরু হয়েছিল বিশ্ব পর্যটন দিবস ?

1970 সালে গঠিত হয়েছিল বিশ্ব পর্যটন সংস্থা ৷ 1980 সালে সংস্থার সদস্যরা ঠিক করেন 27 সেপ্টেম্বর 'বিশ্ব পর্যটন দিবস' পালন করা হবে ৷ সাধারণ মানুষের মধ্যে পর্যটন শিল্পের গুরুত্ব তুলে ধরা হল এর প্রধান লক্ষ্য ৷ এই বছরের থিম 'পর্যটন ও শান্তি' ৷

পর্যটন শিল্প ও নৈনিতাল

নৈনিতালের অর্থনীতিতে পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম ৷ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সঞ্জয় চিমওয়ালের দাবি, পর্যটন শিল্প ছাড়া নৈনিতালে কাজের অন্য কোনও সংস্থান নেই ৷ চারিদিকে লেক ও পাহাড়ে ঘেরা এই শহরের অপূর্ব সৌন্দর্য্যের কারণেই প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় জমান বলে জানান সঞ্জয় ৷

World Tourism Day 2024
প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা নৈনিতাল (ইটিভি ভারত)

পর্যটন শিল্প ও কর্মসংস্থান

রিসোর্ট মালিক ও হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি হরিমন জানান, রাজ্য সরকারের রাজস্ব খাতে ও কর্মসংস্থানের জন্য পর্যটন শিল্পের গুরুত্ব রয়েছে ৷ তাঁর কথায়, "সরকার যদি বিমান পরিষেবা আরও বাড়ায় ও যোগাযোগ ব্যবস্থার খানিক উন্নতি ঘটায়, তবে উত্তরাখণ্ডের পর্যটনের চেয়ে ভাল আর কিছু হতে পারে না ৷"

নৈনিতালের আবহাওয়া ও পরিবেশ

পাহাড় ও লেকে ঘেরা নৈনিতালের আবহাওয়া বেশ স্বাস্থ্য়কর ৷ আর সেই স্বাস্থ্যকর পরিবেশের টানেই প্রতিবছর এই ছোট শহরটিতে ভিড় জমান পর্যটকরা ৷ বিশ্ব বিখ্যাত 'জিম করবেট পার্ক' নৈনিতালের অন্যতম আকর্ষণ ৷

World Tourism Day 2024
জিম করবেট পার্ক (ইটিভি ভারত)

তবে শুধু নৈনিতাল নয় ৷ 'ধন ধান্যে পুষ্পে ভরা' এই দেশে ভ্রমণের জন্য মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা জায়গার কোনও অভাব নেই ৷ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ৷ এক কথায়, ভ্রমণ পিপাসু মানুষের জন্য ভারত অমৃত ভাণ্ডারের মতো ৷ তাই শুধু দেশবাসী নন ৷ প্রতিবছর দেশের একাধিক জায়গায় ভিড় জমান বহু বিদেশীও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.