হায়দরাবাদ: টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন পিএলসি ইউরোপ এবং আফ্রিকার গ্রাহকদের ক্লাউড ও জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিষেবা দিতে (এআই) এবং সাইবার নিরাপত্তা আনতে অ্যালফাবেট গুগলের সঙ্গে গাঁটছড়া বাঁধল ৷ মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে গুগল ।
নতুন চুক্তিতে 10 বছর ভোডাফোন Google এর ক্লাউড স্টোরেজ সাবস্ক্রিপশনের সুবিধা দেবে তাদের গ্রাহকদের ৷ সেইসঙ্গে Google One AI প্রিমিয়াম-সহ, জেমিনি চ্যাটবটে অ্যাক্সেস দেবে ভোডাফোনের গ্রাহকদের ৷ আপাতত লন্ডনের ভোডাফোন গ্রাহক যাঁরা গুগল পিক্সেল ব্যবহার করেন তাঁরাই AI ব্যবহারের সুবিধা পাবেন ৷
“ভোডাফোন এবং গুগল একসঙ্গে আরও লক্ষাধিক গ্রাহকের হাতে নতুন এআই ব্যবহারের সুবিধা দেবে ৷ এই পরিষেবাগুলি ব্যবহার করে, আমাদের গ্রাহকরা নতুন কিছু শেখা, যোগাযোগের নতুন উপায়গুলি অন্বেষণ করতে পারবেন ৷ - মার্গেরিটা ডেলা ভ্যালে, প্রধান নির্বাহী ভোডাফোন
গুগলের ক্লাউড প্রযুক্তির ব্যবহার: ভোডাফোন এবং গুগল দু’টি কোম্পানি গ্রাহকদের ডিজিটাল পরিষেবা প্রদানের মধ্য দিয়ে আয়ের উৎস বৃদ্ধির চেষ্টা করছে ৷ ভোডাফোন টেলিকমিউনিকেশন প্রাভাইডারদের মাধ্যমে পরিষেবা দিতে চাইছে ৷ ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য নতুন ক্লাউডকে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষার উপর জোর দিচ্ছে ৷ এটি গ্রাহকদের জেনারেটিভ এআই এবং সাইবার নিরাপত্তা প্রদানের জন্য ভোডাফোনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এটি গ্রাহকদের ডেটা নিরাপত্তা নিশ্চিত করবে।
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! বিরাট পরিবর্তন ইউটিউব শর্টসে
"ডিভাইসের প্রকৃতি এবং ডিভাইসগুলিতে মানুষের অভিজ্ঞতার প্রকৃতি পরিবর্তন হতে চলেছে ৷ কারণ AI ডিভাইসগুলিতে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে ৷ গুগল এবং ভোডাফোন ইতি মধ্যেই কাজ শুরু করেছে।" - টমাস কুরিয়ান, সিইও গুগল ক্লাউড