ETV Bharat / technology

মোবাইল নম্বর ছাড়াই এবার মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে, কীভাবে জেনে নিন - WhatsApp Using Without Number - WHATSAPP USING WITHOUT NUMBER

Use Whatsapp Without Phone Number: এবার মোবাইল নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে ৷ বিশ্বাস না-হলেও এটাই সত্যি ৷ মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপ ব্য়বহার করতে হলে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম ৷ জেনে নিই কীভাবে মোবাইল নম্বর ছাড়া ব্যবহার করা মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ...

Use Whatsapp Without Phone Number
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 5:13 PM IST

হায়দরাবাদ: নাগরিক নিরাপত্তার স্বার্থে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একাধিক ফিচার আনছে ৷ শীঘ্রই পিন-লক ফিচার আনতে চলেছে অ্যাপটি ৷ বর্তমানে মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন-সহ একাধিক মেসেজিং অ্যাপ রয়েছে, যেখানে লগ ইন করার জন্য মোবাইল নম্বর দিতে হয় ৷ এমনকী ব্যবহারকারীদের এই অ্যাপটি ইনস্টল করার সময়, মোবাইল নম্বর নথিভুক্ত করতে হয় ৷ অনেকেই সেটি সকলের সঙ্গে শেয়ার করতে চান না। তাঁরাও কয়েকটি নিয়ম মেনে চললে মোবাইল নমেবর ছাড়া ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ৷

নিশ্চয় ভাবছেন কীভাবে সম্ভব মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপে তথ্য আদান-প্রদান বা চ্য়াট ৷ আগে না-হলেও এখন সম্ভব ৷ মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা ৷ মোবাইল নম্বর না-হলেও ব্যবহারকারীদের ই-মেল আইডি নথিভুক্ত করতে হবে ৷ এসএমএস ডেলিভারি বা লগইন সংক্রান্ত সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ ৷ এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ ৷ তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যাঁরা বিটা সংস্করণের আপডেট ব্যবহার করেন তাঁরা এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন ৷

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রাম ডাউনলোড করতে হবে ৷ তার জন্য প্রথমে WhatsApp অনুসন্ধান করুন, তালিকায় যান এবং বিটা প্রোগ্রামে যুক্ত হন। এরপর আপনার মোবাইলে WhatsApp ইনস্টল করুন এবং আপনার WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইমেল লিঙ্কের নোটিফিকেশন আসবে ৷ ইমেল আইডি নথিভুক্ত করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

  1. প্রথমে ডিভাইসে WhatsApp অ্যাপ খুলতে হবে।
  2. উপরের দিকে ডানদিকে কোনে তিনটি বিন্দুতে ট্যাপ করে সেটিংস মেনুতে যেতে হবে।
  3. সেটিংস মেনু থেকে 'অ্যাকাউন্ট' বিকল্পটি নির্বাচন করতে হবে ।
  4. অ্যাকাউন্ট বিকল্পের মধ্যে থাকা অপশনে ক্লিক করে 'ইমেল ঠিকানা' বিকল্পটি নির্বাচন করতে হবে।
  5. সেখানে আপনার ইমেইল আইডি নথিভুক্ত করুন ৷
  6. ইমেল আইডি নথিভুক্ত করার পর একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) আসবে সংশ্লিষ্ট আইডিতে ।
  7. আপনার ইমেল যাচাই করতে এবং লিঙ্ক করতে WhatsApp-এ নির্দিষ্ট ক্ষেত্রে OTP দিলেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

এই পদক্ষেপগুলি অনুসরণ করলে সফলভাবে আপনার ইমেল আইডি আপনার WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে সহজেই লিঙ্ক হয়ে যাবে ৷ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধি পাবে।

হায়দরাবাদ: নাগরিক নিরাপত্তার স্বার্থে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একাধিক ফিচার আনছে ৷ শীঘ্রই পিন-লক ফিচার আনতে চলেছে অ্যাপটি ৷ বর্তমানে মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন-সহ একাধিক মেসেজিং অ্যাপ রয়েছে, যেখানে লগ ইন করার জন্য মোবাইল নম্বর দিতে হয় ৷ এমনকী ব্যবহারকারীদের এই অ্যাপটি ইনস্টল করার সময়, মোবাইল নম্বর নথিভুক্ত করতে হয় ৷ অনেকেই সেটি সকলের সঙ্গে শেয়ার করতে চান না। তাঁরাও কয়েকটি নিয়ম মেনে চললে মোবাইল নমেবর ছাড়া ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ৷

নিশ্চয় ভাবছেন কীভাবে সম্ভব মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপে তথ্য আদান-প্রদান বা চ্য়াট ৷ আগে না-হলেও এখন সম্ভব ৷ মোবাইল নম্বর ছাড়া হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা ৷ মোবাইল নম্বর না-হলেও ব্যবহারকারীদের ই-মেল আইডি নথিভুক্ত করতে হবে ৷ এসএমএস ডেলিভারি বা লগইন সংক্রান্ত সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ ৷ এই বৈশিষ্ট্যটি বর্তমানে শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ ৷ তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যাঁরা বিটা সংস্করণের আপডেট ব্যবহার করেন তাঁরা এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন ৷

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রাম ডাউনলোড করতে হবে ৷ তার জন্য প্রথমে WhatsApp অনুসন্ধান করুন, তালিকায় যান এবং বিটা প্রোগ্রামে যুক্ত হন। এরপর আপনার মোবাইলে WhatsApp ইনস্টল করুন এবং আপনার WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইমেল লিঙ্কের নোটিফিকেশন আসবে ৷ ইমেল আইডি নথিভুক্ত করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:

  1. প্রথমে ডিভাইসে WhatsApp অ্যাপ খুলতে হবে।
  2. উপরের দিকে ডানদিকে কোনে তিনটি বিন্দুতে ট্যাপ করে সেটিংস মেনুতে যেতে হবে।
  3. সেটিংস মেনু থেকে 'অ্যাকাউন্ট' বিকল্পটি নির্বাচন করতে হবে ।
  4. অ্যাকাউন্ট বিকল্পের মধ্যে থাকা অপশনে ক্লিক করে 'ইমেল ঠিকানা' বিকল্পটি নির্বাচন করতে হবে।
  5. সেখানে আপনার ইমেইল আইডি নথিভুক্ত করুন ৷
  6. ইমেল আইডি নথিভুক্ত করার পর একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) আসবে সংশ্লিষ্ট আইডিতে ।
  7. আপনার ইমেল যাচাই করতে এবং লিঙ্ক করতে WhatsApp-এ নির্দিষ্ট ক্ষেত্রে OTP দিলেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।

এই পদক্ষেপগুলি অনুসরণ করলে সফলভাবে আপনার ইমেল আইডি আপনার WhatsApp অ্যাকাউন্টের সঙ্গে সহজেই লিঙ্ক হয়ে যাবে ৷ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধি পাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.