হায়দরাবাদ: ডিজিটালের যুগে অফিসের অর্ধেক কাজ সম্পন্ন হয় ই-মেল মারফত ৷ তাই জি-মেইলে সবসময়েই কোনও না কোনও মেসেজ আসতেই থাকে ৷ তবে সেখানে প্রয়োজনীয় মেইল থেকে অপ্রয়োজনীয় মেইল বেশি থাকে ৷ কখনও কখনও মেইল বক্স অপ্রয়োজনীয় ইমেলে ভর্তি হয়ে যায় ৷ আর সেগুলো বেছে বেছে ডিলিট করা সব থেকে বিরক্তকর ব্যাপার ৷ কিন্তু কি করা যাবে, ইচ্ছা না করলেও এটা করতে হয় ৷
বিশেষত, অনেক সময়ে দেখা যায় বিভিন্ন সংস্থা প্রমোশনাল মেইল পাঠাচ্ছে ৷ আর ইনবক্স থেকে শুরু করে জাঙ্ক মেইল সবই ভর্তি হয়ে গিয়ে যত বিপত্তি ৷ কখনও কখনও স্ক্য়ামারও বিভিন্ন ধরনের মেইল পাঠায় ৷ আর সেইসব মেইল-এ ক্লিক করলেই স্ক্যামারদের হাতে সর্বশ্রান্ত হওয়া আটকানো যাবে না ৷ তাই আর্থিক ক্ষতির পাশপাশি যে কোনওরকম স্ক্যাম থেকে রেহাই পেতে অপ্রয়োজনীয় ইমেল ডিলিট করে দেওয়া ভালো ৷ ই-মেইল বক্স যেমন সুরক্ষিত থাকে সেইরকমই স্টোরেজ ফুল হওয়ার সম্ভবনা অনেকটাই কমে যায় ৷ তাই অপ্রয়োজনীয় মেইল বেছে বেছে ডিলিট করে দেওয়া ভালো ৷
তবে কয়েকটি জিনিস মেনে চললে সহজেই ডিলিট করার এই ঝক্কি থেকে রেহাই পাওয়া যায় ৷ সব থেকে ভালো হয় যদি এই ধরনের মেইল আসা বন্ধ করা যায় ৷ তবে তো কোনও কথাই নেই ৷ এবার তবে জেনে নেওয়া যাক অবাঞ্ছিত এই ই-মেইল থেকে কীভাবে রেহাই পাবেন ৷ প্রযুক্তিবিদদের মতে একটু সচতেন হলেই সম্ভব এই ধরনের মেইল থেকে রেহাই পাওয়া ৷ তাদের কথা সেটিং চেক করা প্রয়োজন ৷ ইমেল কম্পিউটার থেকে খোলা প্রয়োজন ৷
কী করবেন
- জিমেইলটি মোবাইল ফোনে খোলা থাকলেও, সেটি কম্পিউটার থেকে খুলতে হবে সুযোগ পেলে
- কেনওরকম বিজ্ঞাপন ও প্রচারমূলক সংস্থা থেকে আসা মেল 'আনসাবস্ক্রাইব' করলে সেটি আসা বন্ধ হয়ে যাবে
- বিজ্ঞাপনী মেইল 'আনসাবস্ক্রাইব' করতে সেটি খুলে সেখানে থাকা 'আনসাবস্ক্রাইব' অপশনে ক্লিক করতে হবে
- এই ধরনের অপশন সাধারণ সংশ্লিষ্ট ইমেলের একেবারে ডান দিকে থাকে
- সেখানে ক্লিক করলেই শুধু 'আনসাবস্ক্রাইব' নয়, একাধিক অপশনের তালিকা থাকবে
- প্রয়োজনীয় অংশে ক্লিক করলেই অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ হবে
মাত্র একদিন, উধাও হয়ে যেতে পারে পুরনো জি-মেইল অ্যাকাউন্ট - Google Account Recovery