ETV Bharat / technology

মাত্র 601 টাকার রিচার্জে সারা বছর আনলিমিটেড 5জি ডেটা - JIO 5G UNLIMITED DATA PLAN

বড়দিনের আগেই ধামাকা অফার Reliance Jio-র ৷ 601 টাকায় Ultimate 5G আপগ্রেড ভাউচার চালু করেছে মুকেশ অম্বানির সংস্থা। এক বছরের জন্য আনলিমিটেড ডেটা।

Etv Bharat
প্রতীকী ছবি (ছবি গেটি ইমেজ)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 29, 2024, 5:20 PM IST

মুম্বই: চলতি বছরে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি রিচার্জ মূল্য এর ধাক্কায় বাড়িয়ে দিয়েছে ৷ বর্তমানে মোবাইল ফোন রিচার্জ খুবই গুরুত্বপূর্ণ ৷ আর্থিক লেনদেন থেকে শুরু করে প্রায় সব ধরনের ডিজিটাল কাজের জন্য ভরসা স্মার্টফোন ৷ ডেটা রিচার্জও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রয়োজনের তাগিদে ডেটা রিচার্জ করতে হয় ৷ ক্রমাগত রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি এবং ডেটার পরিমাণ কমিয়ে দেওয়ায় রিচার্জের পর সমস্যা পড়তে হয় আম জনতাকে ৷ তারই সমাধান দিল মুকেশ অংম্বানির সংস্থা রিলায়েন্স জিও । সংস্থাটি সম্প্রতি একটি নতুন ভাউচার লঞ্চ করেছে যার মূল্য 601 টাকা ৷

Jio নতুন ভাউচার লঞ্চ করল
Reliance Jio Ultimate 5G আপগ্রেড ভাউচার লঞ্চ করেছে । এর দাম 601 টাকা, যার সাহায্যে এক বছরের জন্য আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা । এর জন্য অবশ্যই কোনও বেশ প্ল্যান থাকতে হবে ৷ যারা এখনও 4জি ডেটা ব্যবহার করেন তাঁরাই এই ডেটা ভাউচার ব্যবহার করতে পারবেন ৷ এই প্ল্যানের সাহায্যে, নন-5G প্ল্যান ব্যবহারকারীরাও আনলিমিটেড 5G সংযোগের পরিষেবা পেতে সক্ষম হবেন। 601 টাকার ভাউচার সরাসরি MyJio অ্যাপ থেকে সক্রিয় করা যাবে ।

601 টাকার ভাউচারের মূল বৈশিষ্ট্য

  • সীমাহীন 5G ডেটা - নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট পরিষেবা
  • 299 টাকার প্রিপেইড প্ল্যান বা তার বেশি মূল্যের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন এটি
  • এতে কেবলমাত্র ডেটা প্ল্যান ব্যবহার করা যাবে, ভয়েস কলের কোনও সুবিধা নেই
  • MyJio অ্যাপের মাধ্যমে কেনা এবং সক্রিয় করা যেতে পারে

এ যেন রাহুমুক্তি! এক ক্লিকে জব্দ স্প্যামকল ও এসএমএস

মুম্বই: চলতি বছরে মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলি রিচার্জ মূল্য এর ধাক্কায় বাড়িয়ে দিয়েছে ৷ বর্তমানে মোবাইল ফোন রিচার্জ খুবই গুরুত্বপূর্ণ ৷ আর্থিক লেনদেন থেকে শুরু করে প্রায় সব ধরনের ডিজিটাল কাজের জন্য ভরসা স্মার্টফোন ৷ ডেটা রিচার্জও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমাসে প্রয়োজনের তাগিদে ডেটা রিচার্জ করতে হয় ৷ ক্রমাগত রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি এবং ডেটার পরিমাণ কমিয়ে দেওয়ায় রিচার্জের পর সমস্যা পড়তে হয় আম জনতাকে ৷ তারই সমাধান দিল মুকেশ অংম্বানির সংস্থা রিলায়েন্স জিও । সংস্থাটি সম্প্রতি একটি নতুন ভাউচার লঞ্চ করেছে যার মূল্য 601 টাকা ৷

Jio নতুন ভাউচার লঞ্চ করল
Reliance Jio Ultimate 5G আপগ্রেড ভাউচার লঞ্চ করেছে । এর দাম 601 টাকা, যার সাহায্যে এক বছরের জন্য আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা । এর জন্য অবশ্যই কোনও বেশ প্ল্যান থাকতে হবে ৷ যারা এখনও 4জি ডেটা ব্যবহার করেন তাঁরাই এই ডেটা ভাউচার ব্যবহার করতে পারবেন ৷ এই প্ল্যানের সাহায্যে, নন-5G প্ল্যান ব্যবহারকারীরাও আনলিমিটেড 5G সংযোগের পরিষেবা পেতে সক্ষম হবেন। 601 টাকার ভাউচার সরাসরি MyJio অ্যাপ থেকে সক্রিয় করা যাবে ।

601 টাকার ভাউচারের মূল বৈশিষ্ট্য

  • সীমাহীন 5G ডেটা - নিরবচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট পরিষেবা
  • 299 টাকার প্রিপেইড প্ল্যান বা তার বেশি মূল্যের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন এটি
  • এতে কেবলমাত্র ডেটা প্ল্যান ব্যবহার করা যাবে, ভয়েস কলের কোনও সুবিধা নেই
  • MyJio অ্যাপের মাধ্যমে কেনা এবং সক্রিয় করা যেতে পারে

এ যেন রাহুমুক্তি! এক ক্লিকে জব্দ স্প্যামকল ও এসএমএস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.