ETV Bharat / technology

অনলাইনে জাল লটারির ফাঁদ, গুগল-মেটাকে নোটিশ কেরল পুলিশের - ONLINE LOTTERY SCAM - ONLINE LOTTERY SCAM

Lottery Scam in Kerala: অনলাইনে জাল লটারির টিকিট বিক্রি বন্ধ করতে গুগল ও মেটাকে নোটিশ পাঠাল কেরল পুলিশ ৷ প্লে-স্টোর থেকেও জাল লটারির টিকিট বিক্রি করা অ্যাপগুলিকে সরিয়ে ফেলতে হবে, এই মর্মে নোটিশ জারি করেছে কেরল পুলিশ ৷ পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের অনলাইন লটারির বিজ্ঞাপন মুছে ফেলার জন্য মেটাকেও নোটিশ দেওয়া হয়েছে।

Lottery Scam in Kerala
অনলাইনে জাল লটারি বিক্রি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 21, 2024, 7:51 PM IST

কেরল, 21 অগস্ট: অনলাইনে জাল লটারি বিক্রি বন্ধ করতে গুগল ও মেটাকে নোটিশ কেরল পুলিশের ৷ প্লে-স্টোর থেকেও জাল লটারির টিকিট বিক্রি করা অ্যাপগুলিকে সরিয়ে ফেলতে হবে এই মর্মে নোটিশ জারি করেছে কেরল পুলিশ ৷ পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের অনলাইন লটারির বিজ্ঞাপন মুছে ফেলার জন্য মেটাকেও নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি, কেরল পুলিশের সাইবার শাখা অনলাইন লটারি বিক্রির 60টি ভুয়ো অ্যাপের সন্ধান পেয়েছে ৷ যার মধ্যে 25টি ফেসবুক প্রোফাইল এবং 20টি ওয়েবসাইট থেকে ভুয়ো লটারির টিকিট বিক্রি হত ৷ এই প্রতারণার সঙ্গে যারা যুক্ত, তাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে । গত কয়েকদিন ধরে কেরল রাজ্য লটারির নামে একটি ভুয়ো বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ 'মেগা মিলিয়ন লটারি' এবং 'কেরল গ্রীষ্মকালীন ধামাকা' নামে দু’টি লটারির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ যেখানে কেরল রাজ্য লটারির নাম উল্লেখ করা হয়েছে ৷ বিজ্ঞাপনটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, কেরল সরকার অনলাইনে লটারির টিকিট বিক্রি শুরু করেছে ৷ টিকিটের দাম 40 টাকা ৷ 12 কোটি টাকা পর্যন্ত পুরস্কার মূল্য রয়েছে এই লটারির ৷

সেখানে বলা করা হয়েছে, বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে 40 টাকা পাঠালে হোয়াটসঅ্যাপে টিকিট পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে ৷ তদন্তে পুলিশ জানতে পারে 40 টাকা পাঠালে একটি নকল লটারির টিকিট পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৷ সেখানে 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য উল্লেখ করা হয়েছে ৷ এরপরই প্রতারকদের মধ্যে থেকে কেউ নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শিকারকে ফোন করছেন ৷

জানানো হচ্ছে, লটারির টিকিটের ক্রেতা বা সংশ্লিষ্ট ব্যক্তি 5 লক্ষ টাকা জিতেছেন ৷ এক্ষেত্রে টাকা পেতে গেলে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতারকদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে ৷ তারপরই তাঁকে পুরস্কার মূল্য দেওয়া হবে ৷ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম মেনেই টাকা পাঠানো হবে ৷ সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে কখনও কখনও ভিডিয়ো শেয়ার করছেন প্রতারকরা ৷ এই ঘটনাটি পুলিশের নজরে পড়তেই তৎপর হয় পুলিশ ৷ এই অবস্থায় কেরল পুলিশের পক্ষ থেকে প্রতারকদের ফাঁদে না পড়তে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে ৷ কোনওরকম অনলাইন স্ক্যাম বা আর্থিক প্রতারণার সন্ধান পেলে তা অবিলম্বে 1930 নম্বরে পুলিশকে জানাতে হবে।

কেরল, 21 অগস্ট: অনলাইনে জাল লটারি বিক্রি বন্ধ করতে গুগল ও মেটাকে নোটিশ কেরল পুলিশের ৷ প্লে-স্টোর থেকেও জাল লটারির টিকিট বিক্রি করা অ্যাপগুলিকে সরিয়ে ফেলতে হবে এই মর্মে নোটিশ জারি করেছে কেরল পুলিশ ৷ পাশাপাশি ফেসবুক থেকে এই ধরনের অনলাইন লটারির বিজ্ঞাপন মুছে ফেলার জন্য মেটাকেও নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি, কেরল পুলিশের সাইবার শাখা অনলাইন লটারি বিক্রির 60টি ভুয়ো অ্যাপের সন্ধান পেয়েছে ৷ যার মধ্যে 25টি ফেসবুক প্রোফাইল এবং 20টি ওয়েবসাইট থেকে ভুয়ো লটারির টিকিট বিক্রি হত ৷ এই প্রতারণার সঙ্গে যারা যুক্ত, তাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে । গত কয়েকদিন ধরে কেরল রাজ্য লটারির নামে একটি ভুয়ো বিজ্ঞাপন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ 'মেগা মিলিয়ন লটারি' এবং 'কেরল গ্রীষ্মকালীন ধামাকা' নামে দু’টি লটারির বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ যেখানে কেরল রাজ্য লটারির নাম উল্লেখ করা হয়েছে ৷ বিজ্ঞাপনটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, কেরল সরকার অনলাইনে লটারির টিকিট বিক্রি শুরু করেছে ৷ টিকিটের দাম 40 টাকা ৷ 12 কোটি টাকা পর্যন্ত পুরস্কার মূল্য রয়েছে এই লটারির ৷

সেখানে বলা করা হয়েছে, বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে 40 টাকা পাঠালে হোয়াটসঅ্যাপে টিকিট পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ সেই ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে ৷ তদন্তে পুলিশ জানতে পারে 40 টাকা পাঠালে একটি নকল লটারির টিকিট পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৷ সেখানে 5 লক্ষ টাকা পুরস্কার মূল্য উল্লেখ করা হয়েছে ৷ এরপরই প্রতারকদের মধ্যে থেকে কেউ নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে শিকারকে ফোন করছেন ৷

জানানো হচ্ছে, লটারির টিকিটের ক্রেতা বা সংশ্লিষ্ট ব্যক্তি 5 লক্ষ টাকা জিতেছেন ৷ এক্ষেত্রে টাকা পেতে গেলে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রতারকদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে ৷ তারপরই তাঁকে পুরস্কার মূল্য দেওয়া হবে ৷ দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম মেনেই টাকা পাঠানো হবে ৷ সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে কখনও কখনও ভিডিয়ো শেয়ার করছেন প্রতারকরা ৷ এই ঘটনাটি পুলিশের নজরে পড়তেই তৎপর হয় পুলিশ ৷ এই অবস্থায় কেরল পুলিশের পক্ষ থেকে প্রতারকদের ফাঁদে না পড়তে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে ৷ কোনওরকম অনলাইন স্ক্যাম বা আর্থিক প্রতারণার সন্ধান পেলে তা অবিলম্বে 1930 নম্বরে পুলিশকে জানাতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.