ETV Bharat / technology

আর অপেক্ষা নয়! অনলাইন অর্ডারে 10 মিনিটে দুয়ারে ফোন - Get iPhone 16 in jast 10 minutes

iPhone 16: আজ থেকে ভারতীয় বাজারে বিক্রি শুরু হয়েছে আইফোন 16 সিরিজের ৷ প্রথনদিন এটি হাতে পেতে মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়ে উৎসাহী ক্রেতার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এবার আর লাইনে দাঁড়তে হবে না, ঘরে বসে মাত্র 10 মিনিটে পেয়ে যাবেন আইফোন 16 ৷

iPhone 16
অনলাইন অর্ডারে 10 মিনিটে দুয়ারে আইফোন 16 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 20, 2024, 2:41 PM IST

Updated : Sep 20, 2024, 3:18 PM IST

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: আইফোন প্রেমীদের কাছে আজ দিনটি নিয়ে যে উত্তেজনা তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ বিক্রি শুরুর প্রথম দিন হাতে পেতে রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা ৷ অনেকেই ইতিমধ্যেই ফ্লিপকার্ট ও অ্যামাজনে অর্ডার দিতে শুরু করেছে ৷ কিন্তু সেখানেও 2 দিন অপেক্ষা করতে হবে ৷ যাঁরা ভাবছেন কীভাবে আজকেই হাতে পারেন আইফোন 16 সিরিজ ৷ তাঁদের মুশকিল আসান করল বিগবাস্কেট ও ব্লিনকিট ৷ শুনতে অবাক লাগতেও সত্যি ৷ এই দুই কুইক কমার্স সেগমেন্ট সংস্থা মাত্র 10 মিনিটেই হাতে তুলে দেবে আইফোন 16 ৷

আজ থেকে বিক্রি শুরু, 21 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাতে পেলেন আইফোন 16

এই দুই সংস্থা সাধারণত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি ডেলিভারি দেয় ৷ তবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এই সুযোগ দিচ্ছে জোমাটোর কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কইট এবং টাটা গ্রুপের সংস্থা বিগ বাস্কেট ৷ বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইয়ের বাসিন্দারা বিগ বাস্কেটে অর্ডার দিলে 10 মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে আইফোন 16। টাটা গ্রুপের ইলেকট্রনিক রিটেল সংস্থা ক্রোমার সঙ্গে যৌথভাবে বিগ বাস্কেটও এই সুবিধা দিচ্ছে ক্রেতাদের ৷

পাশাপাশি জোমাট্যার সংস্থা ব্লিঙ্কইট মাত্র 10 মিনিটে আইফোন 16 ডেলিভারির পরিষেবা শুরু করেছে ৷ আজ সকালে সংস্থার পক্ষ থেকে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এই তথ্য জানানো হয়েছে। সংস্থার সিইও অলবিন্দর ধিন্দসা এক্স হ্যান্ডলে এই তথ্য শেয়ার করেছেন। তবে দু’টি ক্ষেত্রেই ক্রেতারা 16 সিরিজের বেস মডেল ডেলিভারি করা হচ্ছে ৷ প্রোমডেলগুলি ডেলিভারি হচ্ছে কি না তা জানানো হয়নি ৷

এইপ্রসঙ্গেই বেঙ্গালুরুর এক ক্রেতা এক্স হ্যান্ডেলে টুইট করেন, " আজ সকাল 8 টার সময় বিগ বাস্কেটে একটি আইফোন 16 অর্ডার করেছিলাম ৷ 10 মিনিট যেতে না যেতেই সেটি হাতে পেয়েছি ৷ পুরো 'গেম চেঞ্জিং' পরিষেবা ৷ আমি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বিগ বাস্কেটের উপর ভরসা করি ৷ আইফোন 16 মাত্র 10 মিনিটে হাতে পেয়ে আমি খুব খুশি ৷"

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite

হায়দরাবাদ, 20 সেপ্টেম্বর: আইফোন প্রেমীদের কাছে আজ দিনটি নিয়ে যে উত্তেজনা তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না ৷ বিক্রি শুরুর প্রথম দিন হাতে পেতে রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা ৷ অনেকেই ইতিমধ্যেই ফ্লিপকার্ট ও অ্যামাজনে অর্ডার দিতে শুরু করেছে ৷ কিন্তু সেখানেও 2 দিন অপেক্ষা করতে হবে ৷ যাঁরা ভাবছেন কীভাবে আজকেই হাতে পারেন আইফোন 16 সিরিজ ৷ তাঁদের মুশকিল আসান করল বিগবাস্কেট ও ব্লিনকিট ৷ শুনতে অবাক লাগতেও সত্যি ৷ এই দুই কুইক কমার্স সেগমেন্ট সংস্থা মাত্র 10 মিনিটেই হাতে তুলে দেবে আইফোন 16 ৷

আজ থেকে বিক্রি শুরু, 21 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাতে পেলেন আইফোন 16

এই দুই সংস্থা সাধারণত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি ডেলিভারি দেয় ৷ তবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এই সুযোগ দিচ্ছে জোমাটোর কুইক কমার্স সংস্থা ব্লিঙ্কইট এবং টাটা গ্রুপের সংস্থা বিগ বাস্কেট ৷ বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, মুম্বইয়ের বাসিন্দারা বিগ বাস্কেটে অর্ডার দিলে 10 মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে আইফোন 16। টাটা গ্রুপের ইলেকট্রনিক রিটেল সংস্থা ক্রোমার সঙ্গে যৌথভাবে বিগ বাস্কেটও এই সুবিধা দিচ্ছে ক্রেতাদের ৷

পাশাপাশি জোমাট্যার সংস্থা ব্লিঙ্কইট মাত্র 10 মিনিটে আইফোন 16 ডেলিভারির পরিষেবা শুরু করেছে ৷ আজ সকালে সংস্থার পক্ষ থেকে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে এই তথ্য জানানো হয়েছে। সংস্থার সিইও অলবিন্দর ধিন্দসা এক্স হ্যান্ডলে এই তথ্য শেয়ার করেছেন। তবে দু’টি ক্ষেত্রেই ক্রেতারা 16 সিরিজের বেস মডেল ডেলিভারি করা হচ্ছে ৷ প্রোমডেলগুলি ডেলিভারি হচ্ছে কি না তা জানানো হয়নি ৷

এইপ্রসঙ্গেই বেঙ্গালুরুর এক ক্রেতা এক্স হ্যান্ডেলে টুইট করেন, " আজ সকাল 8 টার সময় বিগ বাস্কেটে একটি আইফোন 16 অর্ডার করেছিলাম ৷ 10 মিনিট যেতে না যেতেই সেটি হাতে পেয়েছি ৷ পুরো 'গেম চেঞ্জিং' পরিষেবা ৷ আমি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বিগ বাস্কেটের উপর ভরসা করি ৷ আইফোন 16 মাত্র 10 মিনিটে হাতে পেয়ে আমি খুব খুশি ৷"

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite

Last Updated : Sep 20, 2024, 3:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.